Advertisement
০১ মে ২০২৪
Satabdi Roy

রামপুরহাট হাসপাতাল নিয়ে বৈঠকের পর রায় দিলেন শতাব্দী

রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালচক্র নিয়ে মুখ খুললেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সোমবার বৈঠকে এ নিয়ে অভিযোগ করেন তিনি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ২২ মে ২০২৩ ২০:৩০
Share: Save:

রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালচক্র নিয়ে এ বার মুখ খুললেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সোমবার হাসপাতালের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে এ নিয়ে অভিযোগ করেছেন তিনি। একই কথা শোনা গিয়েছে রামপুরহাটের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এবং বোলপুরের অসিত মালের গলাতেও। অতি সম্প্রতি এসএসকেএম হাসপাতালে এক দুর্ঘটনাগ্রস্ত যুবককে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেই বিতর্কের রেশ মিলিয়ে যাওয়ার আগেই মদনের সুর এ বার শোনা গেল বীরভূমের তৃণমূলের জনপ্রতিনিধিদের কণ্ঠেও।

সোমবার হাসপাতালের পর্যালোচনা বৈঠক থেকে বেরিয়ে শতাব্দী অভিযোগ করেন যে, তিনি হাসপাতালে বার বার ফোন করার পরেও কর্তৃপক্ষ কোনও উত্তর দেয়নি। সেই রোগীকে ২৪ ঘণ্টা পর উত্তর দেওয়া হয়েছে বলেও দাবি তাঁর। তাঁর মতে, ‘‘এমনটা তো চলতে পারে না। যদি আমার সুপারিশে গিয়ে এই অবস্থা হয়, তা হলে সাধারণ মানুষের কী হবে? আমার উত্তর চাই। যা যা অভিযোগ হাসপাতাল সম্পর্কে আছে, তা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা প্রতি দু’মাস পরে পর্যালোচনা বৈঠক করব। যেগুলি বলা হচ্ছে তা আদৌ বাস্তবায়িত হচ্ছে কি না, তা দেখা দরকার।’’ হাসপাতালে দালালচক্র বন্ধ হবে বলেও জানিয়েছেন তৃণমূল সাংসদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE