প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সুব্রত
শিক্ষা দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ৪ বছরের স্নাতক পাঠক্রম চালু হয়ে যাবে। কলেজে ভর্তি কীভাবে? এই শিক্ষাবর্ষ থেকেই কি রাজ্যে ৪ বছরের স্নাতক কোর্স চালু হচ্ছে? এই নিয়ে শিক্ষা মহলে একাধিক প্রশ্ন ছিল। বুধবার সকালে একটি প্রেস বিজ্ঞপ্তিতে রাজ্য জানায়, এবছর থেকেই ৪ বছরের স্নাতক কোর্স চালু হচ্ছে। তবে তার মানে এই নয় যে রাজ্য জাতীয় শিক্ষানীতি মেনে নিয়েছে, দাবি শিক্ষামন্ত্রীর। তিনি জানান, ‘‘রাজ্যের প্রায় ৭ লক্ষ ছাত্রছাত্রী, যাঁরা এই বছর স্নাতক স্তরে ভর্তি হতে চলেছে, তাঁদের সুবিধার কথা ভেবে আমরা ৪ বছরের পঠনপাঠন চালু করতে চলেছি। এতে তাঁদের সর্বভারতীয় প্রতিযোগিতার ক্ষেত্রে সুবিধা হবে এবং একই সঙ্গে রাজ্যের বাইরে পড়তে চলে যাওয়ার প্রবণতা কমবে।” অন্যদিকে এই নিয়ে তৃতীয় বারের জন্য পিছিয়ে গেল কেন্দ্রীয় ভাবে ভর্তি ব্যবস্থা। এই নিয়েও ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ‘‘আমাদের যে কেন্দ্রীয় অনলাইন ভর্তি ব্যবস্থা তৈরি হয়েছে, সেখানে প্রয়োজনীয় পরিবর্তন এবং পরিমার্জনের কাজ আমরা জরুরি ভিত্তিতে চালাবো যাতে সম্ভব হলে এই ব্যবস্থাটিকেও আমরা এই বছরই চালু করতে পারি।’’ ব্রাত্য আরও জানান, রাজ্য সরকার সম্পূর্ণ পৃথক ‘স্টেট এডুকেশন পলিসি’ তৈরি করেছে, যা দ্রুত প্রকাশ্যে আসবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy