Advertisement
১৭ জুন ২০২৪

বনগাঁর গুদাম থেকে ২০১টি কচ্ছপ উদ্ধার

বন দফতরের প্রচারই সার। এ বারও শীত পড়তেই উত্তর ২৪ পরগনার বিভিন্ন বাজারে বেআইনি ভাবে কচ্ছপ বিক্রি শুরু হয়ে গিয়েছে। শনিবার দুপুরে বনগাঁ শহরের নিউ মার্কেট এলাকার একটি গুদামে হানা দিয়ে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ২০১টি কচ্ছপ উদ্ধার করেছে।

উদ্ধারের পর। নিজস্ব চিত্র।

উদ্ধারের পর। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৬ ০১:০১
Share: Save:

বন দফতরের প্রচারই সার। এ বারও শীত পড়তেই উত্তর ২৪ পরগনার বিভিন্ন বাজারে বেআইনি ভাবে কচ্ছপ বিক্রি শুরু হয়ে গিয়েছে। শনিবার দুপুরে বনগাঁ শহরের নিউ মার্কেট এলাকার একটি গুদামে হানা দিয়ে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ২০১টি কচ্ছপ উদ্ধার করেছে। গুদামটি ‘সিল’ করা হলেও কাউকে ধরা যায়নি। কচ্ছপগুলি বনগাঁ থানার মাধ্যমে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, কচ্ছপগুলি অন্ধ্রপ্রদেশ থেকে আনা হয়েছিল। সব মিলিয়ে যার দাম প্রায় দেড় লক্ষ টাকা।

অতীতে বন দফতরের পক্ষ থেকে কচ্ছপ বেচাকেনা বন্ধ করতে জেলার বিভিন্ন বাজারে সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। ধরপাকড়ও চলে। কিন্তু কিছুদিন বন্ধ থাকবার পর ফের তা শুরু হয়ে যায়। পুলিশের একাংশও মানছে শীতের মরসুমে ম্যাটাডরে ভিন্ রাজ্য থেকে কচ্ছপ আনা বন্ধ করা যায়নি। পুলিশের চোখে ধুলো দিতে মাছের নীচে লুকিয়ে কচ্ছপ আনা হয়। পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘বেআইনি ভাবে কচ্ছপ বেচাকেনা বন্ধ করতে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে। অভিযান আরও বাড়ানো হচ্ছে।’’

হাবরা, মছলন্দপুর, চারঘাট, বনগাঁ, গাইঘাটা, গোপালনগর, বাগদা-সহ জেলার বিভিন্ন বাজারে কোথাও প্রকাশ্যে, কোথাও লুকিয়ে কচ্ছপ বিক্রি হচ্ছে। তবে, এ বার পরিমাণ কিছুটা কম। ব্যাপারিরা জানিয়েছেন, চাহিদা মতো কচ্ছপ আসছে না। ফলে, জোগান কম থাকায় দাম কিছুটা বেশি। কেজিপ্রতি ৪৫০-৫০০ টাকা। জোগান বাড়লে দাম কমবে। এক কচ্ছপ বিক্রেতার কথায়, ‘‘সাধারণ মানুষের মধ্যে এই সময়ে কচ্ছপের চাহিদা থাকে। তাই নিয়ে আসা হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangaon Turtel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE