Advertisement
১৭ মে ২০২৪

মন্দির প্রতিষ্ঠার পরেই এলাকার নাম হয় মন্দিরবাজার

পরণে লাল পাড় সাদা শাড়ি। গলায় গামছা জড়িয়ে এক মহিলা তাঁর ছেলেকে কোলে নিয়ে নেমে গেলেন পুকুরে ডুব দিতে। বোম ভোলে বলে ডুবও দিলেন। ভিজে কাপড়েই ভিড় ঠেলে মন্দিরে এসে দু’জন পুরোহিতের গলায় উত্তরীয় পরিয়ে দিলেন।

চলছে স্নান। ছবি: দিলীপ নস্কর।

চলছে স্নান। ছবি: দিলীপ নস্কর।

নিজস্ব সংবাদদাতা
মন্দিরবাজার শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ০২:০০
Share: Save:

পরণে লাল পাড় সাদা শাড়ি। গলায় গামছা জড়িয়ে এক মহিলা তাঁর ছেলেকে কোলে নিয়ে নেমে গেলেন পুকুরে ডুব দিতে। বোম ভোলে বলে ডুবও দিলেন। ভিজে কাপড়েই ভিড় ঠেলে মন্দিরে এসে দু’জন পুরোহিতের গলায় উত্তরীয় পরিয়ে দিলেন। শুধু ওই মহিলাই নয়। শনিবার সকালে মহাদেব দর্শনে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছিল মন্দিরবাজারের শিব মন্দিরে।

কথিত আছে, প্রায় সাড়ে ৩০০ বছর আগে নবাব আলিবর্দী খানের আমলে এই এলাকার জমিদার ছিলেন চৌধুরী পরিবার। সন্তানহীন চৌধুরী পরিবারকে মহাদেব স্বপ্ন দিয়েছিলেন এখানে মন্দির প্রতিষ্ঠা করলে ওই পরিবারের সমস্ত আশা পূর্ণ হবে। এরপরেই চৌধুরী বংশের বড় কর্তা প্রায় ৭০ থেকে ৮০ ফুট উচ্চতার শিব মন্দিরটি তৈরি করেন। শিবলিঙ্গ আনা হয়েছিল কাশী থেকে। শোনা যায় মন্দির প্রতিষ্ঠার পরেই এলাকার নাম মন্দিরবাজার হয়। প্রত্যেকবছর এই সময় বিভিন্ন জেলা থেকে ভক্তেরা আসেন মন্দিরে সন্ন্যাস নিতে। হাওড়া জেলার বাসিন্দা উত্তমবাবু বলেন, ‘‘আমি এখানে প্রায় ১০ বছর ধরে আসছি। চড়কের ঝাঁপ পর্যন্ত এখানেই থাকব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MandirBazaar Temple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE