Advertisement
০২ মে ২০২৪

জামিনে ছাড়া পেল ছাত্র

অবশেষে আলিপুর সেন্ট্রাল জেল থেকে জামিনে মুক্তি পেল ভাঙড় কাণ্ডে ধৃত উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী আবদুল বিন কাশেম। তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করে পুলিশ। কিন্তু সামনেই ছেলেটির উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

 মুক্তি: কাসেমের সঙ্গে কাইজার।  মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র

মুক্তি: কাসেমের সঙ্গে কাইজার। মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৭ ০১:২৫
Share: Save:

অবশেষে আলিপুর সেন্ট্রাল জেল থেকে জামিনে মুক্তি পেল ভাঙড় কাণ্ডে ধৃত উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী আবদুল বিন কাশেম। তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করে পুলিশ। কিন্তু সামনেই ছেলেটির উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সিআইডি সূত্রে জানা গিয়েছে, সেই প্রেক্ষিতেই কয়েক দিন আগে বারুইপুর আদালত কাশেমের জামিনের আবেদন মঞ্জুর করে। তবে পুলিশের দাখিল করা রিপোর্টে কাশেম ও তাঁর বাবার নামের বানান ভুল থাকায় ওই দিন আইনি জটিলতায় জেল থেকে ছাড়া পায়নি কাশেম। ১৭ জানুয়ারি ভাঙড় কাণ্ডের দিন পাওয়ার গ্রিড সংলগ্ন পদ্মপুকুর গ্রাম থেকে কাশেম ও তাঁর বাবা আবদুস সামাদ মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়াও ধরা পড়ে আরও কয়েকজন। কাশেম এ দিন বলে, ‘‘আমি কোনও ভাবেই পুলিশের উপরে হামলা চালায়নি। পুলিশ রাতে বাড়িতে এসে আমাকে ও বাবাকে ধরে নিয়ে গিয়েছিল।’’ তাঁর দাবি, ‘‘এখন আমরা আর কোনও আন্দোলনের সঙ্গে নেই। কয়েক জন বহিরাগত আমাদের ভুল বুঝিয়ে সরকার বিরোধী আন্দোলনে জড়িয়েছিল।’’ এ দিন জেলে হাজির ছিলেন ভাঙড় ১ ব্লকের তৃণমূল নেতা কাইজার আহমেদ। তাঁর কথায়, ‘‘গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে বহিরাগতরা আন্দোলনে সামিল করেছিল। কিন্তু এখন মানুষ ধীরে ধীরে বাস্তবটা বুঝতে পারছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Higher Secondary Candidate Bail Bhangar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE