কলকাতার হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার জন্য সরকার নির্ধারিত ভাড়ার থেকে বেশি টাকা নেয় বেসরকারি অ্যাম্বুল্যান্স। হাবরা স্টেট জেনারেল হাসপাতালে এই অভিযোগ দীর্ঘদিনের। এ বার খোদ হাসপাতাল সুপার শঙ্করলাল ঘোষের কাছ থেকে বেশি টাকা চাওয়ার অভিযোগ উঠল অ্যাম্বুল্যান্স চালকদের বিরুদ্ধে। এরপরেই সুপার হাসপাতাল চত্বরে থাকা ওই সব বেসরকারি অ্যাম্বুল্যান্সগুলিকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। সুপারের এই সিদ্ধান্তে খুশি রোগীর আত্মীয়েরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে পুলিশ বছর পঞ্চান্নর এক প্রৌঢ়াকে রাস্তা থেকে এনে হাসপাতালে ভর্তি করে। তাঁর পায়ে পচন ধরেছিল। প্রথমে তাঁকে মহিলা মেডিসিন ওয়ার্ডে রাখা হয়েছিল। কিন্তু দুর্গন্ধ ছড়ানোয় তাঁকে বাইরে রেখে চিকিৎসা করা হচ্ছিল। তাঁকে অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য বিক্ষোভ দেখিয়েছিলেন অন্য রোগী ও তাঁদের পরিজনেরা। পরে ওই প্রৌঢ়ার বাড়ির লোকজন এসে আরও ভাল চিকিৎসার জন্য আরজিকরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। হাসপাতালের নিজস্ব অ্যাম্বুল্যান্স ওই সময়ে ছিল না। তাই সুপার বুধবার বেসরকারি অ্যাম্বুল্যান্স চালকদের কাছে যান।
অভিযোগ, গাড়ি চালকেরা সাড়ে ১৪০০ টাকা ভাড়া এবং সঙ্গে সার্ভিস ট্যাক্স চান সুপারের কাছে। সুপার তাঁদের জানান, এত ভাড়া নেওয়ার কথা নয়। কারণ, হাসপাতালে হাবরা পুরসভার তিনটি অ্যাম্বুল্যান্স আছে। তাতে আরজিকরে রোগী নিয়ে যেতে খরচ হয় ৮৫০ টাকা। আর হাসপাতালের নিজস্ব যে দু’টি অ্যাম্বুল্যান্স আছে (নিশ্চয় যান), তাতে খরচ হয় ৯০০ টাকা।