Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মাথা ঠান্ডা রাখতে ধ্যান

পুলিশের আচরণ নিয়ে অভিযোগ ভুরি ভুরি। থানায় কোনও সমস্যা নিয়ে আসা মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তাঁদের বিরুদ্ধে বরাবরের।

পাঠ: সিভিক ভলান্টিয়ারদের বোঝানো হচ্ছে। নিজস্ব চিত্র

পাঠ: সিভিক ভলান্টিয়ারদের বোঝানো হচ্ছে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৮ ০১:১৪
Share: Save:

তাঁদের অনেকের হম্বিতম্বিতে পথেঘাটে লোকজন তিতিবিরক্ত। কখনও সড়কে হেলমেটহীন বাইক চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন সিভিক ভলান্টিয়াররা। কখনও যান নিয়ন্ত্রণ করার নামে অশালীনতার অভিযোগ উঠছে তাঁদের বিরুদ্ধে। সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও আছে নানা জায়গায়। মধ্যমগ্রামে তো সিভিকের মারে পথচারীর মৃত্যুর অভিযোগও ওঠে।

পুলিশের আচরণ নিয়ে অভিযোগ ভুরি ভুরি। থানায় কোনও সমস্যা নিয়ে আসা মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তাঁদের বিরুদ্ধে বরাবরের। পুলিশ কর্মীদের যথেষ্ট চাপের মধ্যেও কাজ করতে হয়। রাত জেগে দিন জেগে নড়বড়ে পরিকাঠামোর মধ্যে কাজ করতে করতে মেজাজ অনেক সময়ে হারান তাঁরা। যার প্রভাব আবার পড়ে সাধারণ মানুষের উপরে। ফলে পুলিশ সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি হয়।

সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মীরা যাতে সাধারণ মানুষের সঙ্গে যে কোনও পরিস্থিতিতে ভাল ব্যবহার করতে পারেন, সে জন্য এ বার পদক্ষেপ করল বনগাঁ থানার পুলিশ। আয়োজন করা হল ‘মেডিটেশন ক্যাম্প।’

বৃহস্পতিবার সন্ধ্যায় বনগাঁ থানার মাঠে সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মীদের নিয়ে আয়োজন করা কর্মশালা। প্রথম দিন ২৫০ জন সিভিক ভলান্টিয়ার ও ৪০ জন পুলিশ কর্মী ছিলেন। থানার আইসি সতীনাথ চট্টরাজও কর্মশালায় শিক্ষার্থী হিসাবে গিয়ে বসেন। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়ের প্রতিনিধিদের আমন্ত্রণ করে আনা হয়েছিল এই উপলক্ষে। তাঁরা সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মীদের মেডিটেশন বা ধ্যান নিয়ে অনেক কথা বলেন। প্রত্যেক মানুষের রোজকার জীবনে ধৈর্য্য রাখতে, মাথা গরম না করতে মেডিটেশন কেন জরুরি, সে সম্পর্কে আলোচনা করেন।

পুলিশের কাজ আর পাঁচটা চাকরির মতো নয়, এটা একটা সেবামূলক পেশা। আর ‘ভলান্টিয়ার’ মানে ‘স্বেচ্ছাসেবক।’ সেটা যেন সকলে মনে রাখেন— মেডিটেশন কর্মশালা থেকে এই বার্তা দিয়েছেন প্রশিক্ষকেরা। বলেছেন, যে কোনও পরিস্থিতিতে মানুষের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। সব সময়ে সদর্থক চিন্তা করতে হবে। সারা দিনে ২৪ ঘণ্টার মধ্যে অন্তত আধ ঘণ্টা সময় নিজের জন্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওই সময়টুকুতে আত্মবিশ্লেষণ করার কথা বলা হয়েছে।

আইসি বলেন, ‘‘সপ্তাহের প্রতি শনিবার সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মীদের নিয়ে আগামী কিছু দিন মেডিটেশন কর্মশালা করানো হবে। মূল উদ্দেশ্য, সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মীরা যাতে মানুষের সঙ্গে শাসকের মতো নয়, বন্ধুর মতো ব্যবহার করেন। আর সেটা মেডিটেশনের মাধ্যমেই সম্ভব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Meditation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE