মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নামাঙ্কিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার বারাসতের যাত্রা উৎসবে এসে এই শিলান্যাস করে তিনি জানিয়েছেন, মতুয়াদের দীর্ঘ দিনের দাবি ছিল, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরির। ওই বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস কৃষ্ণনগরেও করা হবে। গাইঘাটার চাঁদপাড়া এলাকায় কৃষি দফতরের জমিতে বিশ্ববিদ্যালয়টি তৈরি হচ্ছে।
ধর্মগুরুর নামে বিশ্ববিদ্যালয় তৈরির সরকারি পদক্ষেপে মতুয়া ভক্তেরা আনন্দিত। সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা বনগাঁর তৃণমূল সাংসদ মমতা ঠাকুর এ দিন শিলান্যাস অনুষ্ঠানের পরে বলেন, ‘‘গোটা বিশ্বের মতুয়া সমাজের মানুষের কাছে আজ একটি স্মরণীয় দিন। মতুয়ারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন।’’ তাঁর কথায়, ‘‘হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর শিক্ষার প্রসারে সারা জীবন কাজ করেছেন। গুরুচাঁদ ঠাকুর গ্রাম বাংলায় বহু স্কুল তৈরি করেছিলেন। তাঁদের সেই অবদানকে মুখ্যমন্ত্রী স্বীকৃতি দিলেন।’’