এক মাসও কাটেনি। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঢোলাহাট কলেজে। বুধবার কলেজের চুক্তিভিত্তিক ও অতিথি শিক্ষকদের হাতে ঘেরাও করেন অধ্যক্ষ বিশ্বরূপ সাহা।
বিক্ষোভকারী শিক্ষকদের অভিযোগ, অধ্যক্ষ অনৈতিক ভাবে তাঁদের বেতন কেটে নিচ্ছেন। তাঁদের আরও অভিযোগ, কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার কলেজের উন্নয়নের দিকে নজর দিচ্ছেন না।
কলেজ সূত্রে জানা গিয়েছে, এর আগে নানা ইস্যুতে ছাত্র বিক্ষোভ হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি অধ্যক্ষকে ঘেরাও করেছিলেন চুক্তিভিত্তিক শিক্ষক ও অতিথি শিক্ষকেরা। এ দিনও দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত বিক্ষোভ চলে।