Advertisement
০৫ মে ২০২৪

মিনিট সাতেকের ঝড়ে তছনছ বনগাঁর দুই গ্রাম

মিনিট কয়েকের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে বনগাঁর ধর্মপুকুরিয়ার দু’টি গ্রাম, মণিগ্রাম এবং মাধবপুর। রবিবার রাত ৮টা নাগাদ ওই গ্রামে প্রথমে বৃষ্টি আর তার হাত ধরেই শুরু হয় ঝড়। নিমেষে গাছ উপড়ে, বাড়ির খোড়ো চাল উড়িয়ে, মাটির দেওয়াস ভেঙে তছনছ করে দিয়ে যায় গ্রাম দু’টি।

বাড়ির উপরে ভেঙে পড়েছে নারকেল গাছ।

বাড়ির উপরে ভেঙে পড়েছে নারকেল গাছ।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০০:১৫
Share: Save:

মিনিট কয়েকের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে বনগাঁর ধর্মপুকুরিয়ার দু’টি গ্রাম, মণিগ্রাম এবং মাধবপুর। রবিবার রাত ৮টা নাগাদ ওই গ্রামে প্রথমে বৃষ্টি আর তার হাত ধরেই শুরু হয় ঝড়। নিমেষে গাছ উপড়ে, বাড়ির খোড়ো চাল উড়িয়ে, মাটির দেওয়াস ভেঙে তছনছ করে দিয়ে যায় গ্রাম দু’টি।

ধর্মপুকুরিয়া পঞ্চায়েতের প্রধান সন্তোষ রায় বলেন, ‘‘ঝড়ে প্রায় শ’খানেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর গাছ ভেঙেছে। উপড়েছে বিদ্যুতের খুঁটি। ফসলেরও ক্ষতি হয়েছে।’’ সোমবার গ্রামে গিয়ে দেখা গেল, ঘরের টালি ভেঙে গিয়েছে। বহু ঘরের ছাউনি উড়ে গিয়েছে। কিছু বাড়ি আবার সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে গিয়েছে। বাড়ির উপর বড় বড় গাছের ডাল ভেঙে পড়ে রয়েছে। ঝড়ে দেওয়াস চাপা পড়ে জখম হয়েছেন ইছা হক মৃধা নামে এক বৃদ্ধ। বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

গাছ উপড়ে ভেঙেছে রাস্তাও।

গাছ ভেঙে বনগাঁ-বাগদা সড়কে যান চলাচলও এ দিন বন্ধ হয়ে যায় কিছু ক্ষণের জন্য। স্থানীয় চাষিরা জানান, পেঁপে, পটল, কলা, ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দা মহম্মদ জামসেদ আলি মণ্ডল বলেন, ‘‘ঝড় হয়েছিল মাত্র সাত মিনিট। তার যে এমন তেজ কে জানত!’’ এক মহিলা বলেন, ‘‘সবে খেতে বসেছি, এমন সময় শুরু হয় ঝড়। হুড়মুড়িয়ে ভেঙে পড়তে থাকল গাছ-গাছালি। এমনটা কোনও দিন দেখিনি।’’ অসীম মণ্ডল নামে এক জনের কথায়, ‘‘প্রথমে হালকা ঝড় আসে। তার কিছু ক্ষণ পরে শুরু হয়ে বিপুল বেগে ঝড়, সঙ্গে ভারি বৃষ্টি। সকালে দেখি দোকানের টিনের চাল উড়ে গিয়েছে।’’

ছবি দু’টি নিমার্ল্য প্রামাণিকের তোলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE