একটি পাম্প স্টেশন চালুর জন্য এলাকার তৃণমূল নেতৃত্ব ৫ বছর ধরে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরে ঘুরেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অথচ, বছরের পর বছর ধরে আটকে থাকা এই কাজ মন্ত্রীর নির্দেশে মাত্র ৫ দিনেই চালু হয়ে গেল! রায়দিঘির মথুরাপুর-২ ব্লকের নন্দকুমারপুরের ২ নম্বর পাম্প স্টেশন থেকে জল ছাড়ার পাশাপাশি এলাকা জুড়ে পাইপ লাইন বসানোর কাজও দ্রুত গতিতে এগোচ্ছে।
ওই ব্লকের নন্দকুমারপুর পঞ্চায়েত এলাকা নদীজঙ্গলে ঘেরা। ২৩টি বুথ-অঞ্চলে প্রায় ৫০ হাজার মানুষের বাস। সারা বছরই এখানে জলকষ্ট। তবে, গ্রীষ্মের মুখে এলাকার জলস্তর নেমে গিয়ে পাশাপাশি গ্রামগুলির নলকূপগুলি অকেজো হয়ে যায়। জল সঙ্কটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
এই সঙ্কটের সমাধানের জন্য ২০১১ সালে ওই এলাকায় তিনটি পাম্প স্টেশন তৈরি করা হয়। সে সময় ১ ও ৩ নম্বর পাম্প স্টেশনদু’টিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। ২ নম্বর পাম্প স্টেশনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। ওই স্টেশনটিতে বিদ্যুৎ সংযোগের জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব বছরের পর বছর ধরে সংশ্লিষ্ট সরকারি দফতরে ঘুরেছেন। কাজ কিছুই হয়নি। এদিকে, পাম্প স্টেশনটি দীর্ঘদিন বন্ধ পড়ে থাকায় তার বেশ কিছু মূল্যবান যন্ত্রাংশও নষ্ট হয়ে যায়।