Advertisement
০১ মে ২০২৪

জল নিকাশির ব্যবস্থা হল দেগঙ্গায়

মাস চারেক নোংরা জল পেরিয়ে চিকিৎসক থেকে শুরু করে রোগীদের যেতে হয়েছে উপ স্বাস্থ্যকেন্দ্রে। দেগঙ্গার সহাই শ্বেতপুর পঞ্চায়েতের মোবারকপুরের সেই উপ স্বাস্থ্যকেন্দ্রের দুরবস্থার কথা বিএমওএইচ থেকে শুরু করে বিডিও কে জানানো হয়েছিল।

কাজ চলছে। —নিজস্ব চিত্র।

কাজ চলছে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দেগঙ্গা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ০১:৩৯
Share: Save:

মাস চারেক নোংরা জল পেরিয়ে চিকিৎসক থেকে শুরু করে রোগীদের যেতে হয়েছে উপ স্বাস্থ্যকেন্দ্রে। দেগঙ্গার সহাই শ্বেতপুর পঞ্চায়েতের মোবারকপুরের সেই উপ স্বাস্থ্যকেন্দ্রের দুরবস্থার কথা বিএমওএইচ থেকে শুরু করে বিডিও কে জানানো হয়েছিল। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ছিল স্থানীয়দের।

সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় খবরটি প্রকাশ হয়। তারপরেই সোমবার মাটি কাটার যন্ত্র দিয়ে রাস্তা কেটে নোংরা জল নিকাশির ব্যবস্থা করে প্রশাসন। সোমবার ওই গ্রামে একটি সর্বদলীয় সভা হয়। সেখানেই সিদ্ধান্ত হয়, যে ভাবে হোক জল বার করতেই হবে। এর পরে মাটি কাটার যন্ত্র দিয়ে দু’পাশের রাস্তা কাটা হয়। তারপর জল মাঠের দিকে নামানো হয়। সহাই শ্বেতপুর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মফিজুল ইসলাম এ দিন বলেন, ‘‘প্রশাসনের নির্দেশে মাটি কেটে সমস্যা মেটালাম।’’ দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সিপিএম সদস্য আব্দুল ওহিদ বলেন, ‘‘দখল করে থাকা জমির জন্য নর্দমা বুজেই সমস্যা।’’ গ্রামবাসীদের দাবি, এই সমস্যা সমাধানের জন্য গ্রামে পাকা নর্দমা দরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

drainage system
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE