Advertisement
১৮ মে ২০২৪

উন্নত মানের রাস্তা তৈরির দাবিতে মিছিল মথুরাপুরের গ্রামে

প্রধানমন্ত্রীর সড়ক যোজনায় রাস্তা তৈরির কাজ শুরু হলেও তা ঠিক ভাবে হচ্ছে নাL প্রশাসনের কাছে ঠিকাদারের বিরুদ্ধে এমনই অভিযোগ জানালেন মথুরাপুর ১ ব্লকের লক্ষ্মীনারায়ণপুর উত্তর-দক্ষিণ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকালে সঠিক ভাবে রাস্তা তৈরির দাবিতে মিছিলও করেন তাঁরা।

এই হাল হয়েছে রাস্তার।—নিজস্ব চিত্র।

এই হাল হয়েছে রাস্তার।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মথুরাপুর শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৪ ০২:৩৫
Share: Save:

প্রধানমন্ত্রীর সড়ক যোজনায় রাস্তা তৈরির কাজ শুরু হলেও তা ঠিক ভাবে হচ্ছে নাL প্রশাসনের কাছে ঠিকাদারের বিরুদ্ধে এমনই অভিযোগ জানালেন মথুরাপুর ১ ব্লকের লক্ষ্মীনারায়ণপুর উত্তর-দক্ষিণ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকালে সঠিক ভাবে রাস্তা তৈরির দাবিতে মিছিলও করেন তাঁরা।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকা মেছোহাটা থেকে ইনসিনবেড়িয়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তায় ইট পাতা ছিল। এক বছর আগে ওই রাস্তা পাকা করার অনুমোদন মেলে। এই কাজের জন্য প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ হয়। অভিযোগ, কাজ শুরু হওয়ার কয়েক মাস পর থেকেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। দিন কয়েক আগে ওই এলাকার তিন-চারটি গ্রামের বাসিন্দারা পথচারীদের গণস্বাক্ষর সংগ্রহ করে পঞ্চায়েত প্রধান ও বিডিওকে জানান। এ বিষয়ে বিডিও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও প্রশাসন এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। তারই প্রতিবাদে এ দিন ওই রাস্তা দিয়ে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মিছিল বের করেন গ্রামবাসীরা।

স্বপন হালদার, নিতাই নস্করদের বক্তব্য, “একেবারে নিম্নমানের কাজ হচ্ছে। রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে রাস্তা ভেঙে যাচ্ছে। রাস্তা যতটা চওড়া হওয়ার কথা ততটা চওড়া হচ্ছে না।” এই অভিযোগ অস্বীকার করে রাস্তা তৈরির কাজের ঠিকাদার ইদ্রিস আলি হালদার বলেন, “সরকারি নির্দেশ মেনেই আমরা কাজ করছি। রাস্তা শুকনোর আগেই বাসিন্দারা চলাফেরা করে রাস্তাগুলি খারাপ করে ফেলছেন।” মথুরাপুর ১ বিডিও সৌমেন মাইতি বলেন, “ওই রাস্তার বিষয়ে অভিযোগ পেয়েছি। অফিস থেকে তদন্তের জন্য কর্মী পাঠানো হবে। বিস্তারিত জানার পরে জেলা প্রশাসনকে জানাব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal mathurapur road
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE