Advertisement
০৬ মে ২০২৪

চাল চুরির অভিযোগে গ্রেফতার হলেন শিক্ষক

মিড ডে মিলের চাল চুরির অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-সহ চার জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের হেমনগরে। ধৃতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় বাসিন্দারা হেমনগর উপকূলবর্তী থানায় বিক্ষোভ দেখান। হিঙ্গলগঞ্জের হেমনগর উপকূলবর্তী থানার ওসি অমলেশ বালা বলেন, “মিড ডে মিলের চাল অবৈধ ভাবে বিক্রির অভিযোগে হেমনগর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মলয় মণ্ডল, ওই স্কুলের অভিভাবক পরিচালন কমিটির সদস্য উপল মিস্ত্রি, মুদি ব্যবসায়ী দিলীপ হরি এবং যে ভ্যান রিকশায় করে চাল নিয়ে পাচার হত, তার চালক বিষ্ণুপদ মণ্ডল ওরফে ভোলাকে গ্রেফতার করা হয়েছে।”

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৪ ০০:৪২
Share: Save:

মিড ডে মিলের চাল চুরির অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-সহ চার জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের হেমনগরে। ধৃতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় বাসিন্দারা হেমনগর উপকূলবর্তী থানায় বিক্ষোভ দেখান।

হিঙ্গলগঞ্জের হেমনগর উপকূলবর্তী থানার ওসি অমলেশ বালা বলেন, “মিড ডে মিলের চাল অবৈধ ভাবে বিক্রির অভিযোগে হেমনগর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মলয় মণ্ডল, ওই স্কুলের অভিভাবক পরিচালন কমিটির সদস্য উপল মিস্ত্রি, মুদি ব্যবসায়ী দিলীপ হরি এবং যে ভ্যান রিকশায় করে চাল নিয়ে পাচার হত, তার চালক বিষ্ণুপদ মণ্ডল ওরফে ভোলাকে গ্রেফতার করা হয়েছে।” রবিবার ধৃতদের বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাঁদের জেলহাজতে রাখার নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবন-লাগোয়া হেমনগর হাইস্কুলের ওই প্রধান শিক্ষক-সহ কয়েক জনের বিরুদ্ধে বেশ কিছু দিন ধরে ছাত্রছাত্রীদের দুপুরে খাওয়ার চাল রান্নার পরিবর্তে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছিল। বিষয়টি নিয়ে তক্কে তক্কে ছিলেন অভিযোগকারীরা। এ দিন সকালে স্থানীয় রেশন ডিলারের কাছ থেকে মিড ডে মিল বাবদ ১৮ বস্তা অর্থাৎ ৯ কুইন্টাল চাল তোলা হয়। অভিযোগ, ভোলার ভ্যানে চাপিয়ে সেই চাল স্কুলে নিয়ে যাওয়ার পথে ৪ বস্তা নামানো হয় স্থানীয় মুদি ব্যবসায়ী দিলীপের বাড়ি-সংলগ্ন দোকানে। এই পুরো সময়ে স্কুলের অভিভাবক পরিচালন কমিটির সদস্য উপলও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। হাতেনাতে ধরে তাঁরা ওই দোকানি, সদস্য এবং ভ্যানচালককে ঘেরাও করে থানায় খবর দেন।

পুলিশ জানায়, হেমনগর হাইস্কুলের অভিভাবক পরিচালন কমিটির সদস্য গোবিন্দ অধিকারী থানায় চাল চুরির লিখিত অভিযোগ করেন। তল্লাশির সময়ে দিলীপের কাছ থেকে মিড ডে মিলের ৪ বস্তা চাল উদ্ধার হয়। উপল, দিলীপ এবং ভোলাকে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা প্রধান শিক্ষক মলয় মণ্ডলের নাম করেন। পুলিশ মলয়বাবুকে ডাকলে তিনি প্রথমে থানায় যেতে রাজি হননি। পরে জনতার প্রবল বিক্ষোভের মুখে পড়ে খাতাপত্র নিয়ে থানায় যান। কিন্তু মিড ডে মিলের জন্য বরাদ্দ চালের সঠিক হিসেব দেখাতে না পারায় শেষ পর্যন্ত পুলিশ তাঁকেও গ্রেফতার করে। যদিও মলয় মণ্ডলের দাবি, চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হয়েছে। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrest teacher theaft basirhat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE