Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দুই কিশোরীর বিয়ে রুখল পুলিশ

একইদিনে দুই নাবালিকার বিয়ে আটকাল পুলিশ। স্থানীয় আশাকর্মীদের কাছে খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশ গাইঘাটার বকচরা এবং মাটিকুমায় গিয়ে ওই দুটি মেয়ের বিয়ে বন্ধ করে।

গাইঘাটা শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৫ ০২:৩৬
Share: Save:

একইদিনে দুই নাবালিকার বিয়ে আটকাল পুলিশ। স্থানীয় আশাকর্মীদের কাছে খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশ গাইঘাটার বকচরা এবং মাটিকুমায় গিয়ে ওই দুটি মেয়ের বিয়ে বন্ধ করে। দুই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসা হয়। তাদের বনগাঁ চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার তাদের জেলা চাইল্ড ওয়েলফেরায় কমিটি কাছে হাজির কারনো হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাইঘাটার বকচরা এলাকার বাসি‌ন্দা বছর সতেরোর মেয়েটির পরিবার থেকে পুলিশকে জানিয়েছে, তারা জানতেন না আঠারো বছর না হলে মেয়ের বিয়ে দেওয়া যায় না। মেয়েটি স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। মেয়েটি এখন লেখাপড়া করবে বলে পুলিশকে জানিয়েছে। অন্য ঘটনাটি ঘটেছে মাটিকুমড়া এলাকার পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েটির বাবা পুলিশকে জানিয়েছেন, বাল্যবিবাহ আইন সম্পর্কে তাঁদের কোনও ধারণা ছিল না। তবে এখন আর তাঁরা বিয়ে দেবেন না বলেও পুলিশকে জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE