রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি আজ, শনিবার সকাল থেকে শহরেও শুরু হচ্ছে করোনার প্রতিষেধক দেওয়ার কর্মসূচি। দুপুরে নবান্ন থেকে ভিডিয়ো বৈঠকের মাধ্যমে সেই কর্মসূচি পর্যবেক্ষণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনের এই কর্মযজ্ঞে শহরের সাত বিশিষ্ট চিকিৎসককে যুক্ত করেছে রাজ্য সরকার। তাঁরাও শহরের দু’টি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ় নেবেন।
রাজ্য স্বাস্থ্য দফতরের তৈরি এই তালিকায় রয়েছেন বক্ষরোগ চিকিৎসক ধীমান গঙ্গোপাধ্যায়, আলোকগোপাল ঘোষাল, নাক-কান-গলার শিক্ষক-চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত, শল্য চিকিৎসক দীপক ঘোষ, চিকিৎসক অলোক রায়-সহ অন্যেরা। তালিকায় নাম রয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর রাজ্য শাখার সম্পাদক, চিকিৎসক তথা রাজ্যসভার সাংসদ শান্তনু সেনেরও। সূত্রের খবর, অরুণাভবাবু এসএসকেএম হাসপাতালে প্রতিষেধক নেবেন। বাকিরা প্রতিষেধক পাবেন এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে। প্রত্যেককে নির্দিষ্ট সময়ে প্রতিষেধক-কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।
স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা প্রবীণ চিকিৎসক, করোনা-যোদ্ধা বা জয়ী এমন চিকিৎসকদেরই বাছাই করা হয়েছে প্রথম দিনের কর্মসূচিতে।’’ তিনি আরও জানান, সরকারি ও বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসক ছাড়াও ব্যক্তিগত চেম্বার করা চিকিৎসকদেরও প্রতিষেধক নেওয়ার তালিকায় যুক্ত করার বিষয়ে উদ্যোগী হয়েছিল আইএমএ। তাই সেই সংগঠনের সম্পাদককেও তালিকায় রাখা হয়েছে। পাশাপাশি, সাত জনের মধ্যে বেশির ভাগই প্রবীণ চিকিৎসক। প্রশাসন সূত্রের খবর, আজ দুপুর ১টায় নবান্ন থেকে ভিডিয়ো বৈঠকের মাধ্যমে রাজ্যের প্রতিষেধক কেন্দ্রগুলি পর্যবেক্ষণ করবেন মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।