অনলাইন পরীক্ষার দাবিতে জেলায় জেলায় বিক্ষোভে শামিল হলেন ছাত্রছাত্রীরা। কোথাও তাঁরা কলেজ চত্বরে অবস্থান করলেন। কোথাও বা বিশ্ববিদ্যালয়ে দল বেঁধে এসে দাবি পেশ করলেন উপাচার্যের কাছে।
সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পড়ুয়ারা মঙ্গলবার কলেজে বিক্ষোভ দেখান অনলাইনে পরীক্ষার দাবিতে। সকাল থেকেই পড়ুয়াদের বিক্ষোভে শামিল হতে দেখা যায়। অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবির পরিপ্রেক্ষিতে তাঁরা জানিয়েছেন, শেষ মুহূর্তে জানতে পেরেছেন অফলাইনে পরীক্ষা হবে। কিন্তু তাঁদের ৭০ শতাংশ সিলেবাস পড়ানো হয়েছে অনলাইনে। এ ছাড়াও এখনও সিলেবাস শেষ হয়নি।
অনলাইনে পঠন-পাঠন হওয়ার ফলে অফলাইনে পরীক্ষা দিতে নারাজ বোলপুরের পূর্ণীদেবী চৌধুরী মহিলা কলেজের ছাত্রীরাও মঙ্গলবার বিক্ষোভ দেখাতে পথে নামেন। কাটোয়া, গুসকরা, কালনা-সহ বিভিন্ন কলেজের পড়ুয়ারা বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে একই দাবিতে বিক্ষোভ দেখান।