সোমবার বিকেলে বণিকসভার কার্যালয়ে এডিডিএ-র সিইও তথা আসানসোলের অতিরিক্ত জেলাশাসক সুমিত গুপ্ত ও ব্যবসায়ীরা বৈঠকে বসেন। সুমিতবাবুর সঙ্গে ছিলেন এডিডিএ-র আধিকারিক সঞ্জয় সাহানা ও চিরঞ্জিৎ চক্রবর্তী।
ওই দিনের বৈঠকে বণিকসভার সদস্যরা অজয়ের দরবারডাঙা ঘাটে পাকা সেতু তৈরির কাজ দ্রুত শুরু করার আবেদন জানান। তাঁরা জানান, ওই ঘাটে বর্তমানে একটি অস্থায়ী সেতু থাকলেও বর্ষার সময় তা ব্যবহার করা যায় না। এর ফলে প্রায় মাস চারেক ধরে ওই সেতু দিয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের দাবি, সেতুটি পাকা হলে বীরভূম-সহ পড়শি জেলাগুলি এবং ঝাড়খণ্ডের সঙ্গেও যোগাযোগ সহজ হবে। সব্জি, বিভিন্ন পণ্যসামগ্রী পরিবহণেও আর সমস্যা থাকবে না।
বৈঠকে জামুড়িয়া বাজারের পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়। ব্যবসায়ীরা জানান, এই বাজারে শৌচাগার না থাকায় ফি দিনই সমস্যায় পড়েন ক্রেতা-বিক্রেতারা। তা ছাড়া পার্কিং জোন না থাকায় রাস্তার উপরেই দাঁড়িয়ে থাকে গাড়ি। এর ফলে ব্যস্ত সময়ে ব্যাপক যানজট তৈরি হয়।