Advertisement
০৪ মে ২০২৪

টুকরো খবর

দু’টি স্কুলে চুরির ঘটনা ঘটল কাটোয়ায়। কাটোয়ার দাঁইহাটের ইসলামপুর গোপেন্দ্রনাথ বালো ইনস্টিটিউশনে চুরি গেল বেশ কয়েকটি কম্পিউটার। বৃহস্পতিবার সকালে এসে দেখা যায় কম্পিউটার ঘরের দরজা ভাঙা। চুরি গিয়েছে বেশ কয়েকটি কম্পিউটার।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৪ ০০:৫৫
Share: Save:

স্কুলে চুরি কাটোয়ায়

নিজস্ব সংবাদদাতা • কাটোয়া

দু’টি স্কুলে চুরির ঘটনা ঘটল কাটোয়ায়। কাটোয়ার দাঁইহাটের ইসলামপুর গোপেন্দ্রনাথ বালো ইনস্টিটিউশনে চুরি গেল বেশ কয়েকটি কম্পিউটার। বৃহস্পতিবার সকালে এসে দেখা যায় কম্পিউটার ঘরের দরজা ভাঙা। চুরি গিয়েছে বেশ কয়েকটি কম্পিউটার। স্কুল সূত্রে জানা গিয়েছে, এর আগেও গত বছরের ডিসেম্বর মাসে ওই স্কুলে পরপর দু’টি চুরির ঘটনা ঘটেছিল। খোওয়া গিয়েছিল বেশ কিছু নথিপত্র। বুধবার রাতে অপর চুরিটি হয় কাটোয়ার সার্কাস ময়দানের প্রাক প্রাথমিক বিদ্যালয়ে। ওই স্কুলের অফিস ঘর থেকে প্রায় ৩০ হাজার টাকা ও বেশ কিছু প্রয়োজনীয় নথি চুরি গিয়েছে বলে স্কুল জানিয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুলে এসে দেখা যায়, স্কুলের ভিতরের একটি দরজাও ভাঙা। পুলিশ জানিয়েছে, দুটি ঘটনারই তদন্ত চলছে।

খুনের অভিযোগে গ্রেফতার যুবক

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামুড়িয়া থানার পুলিশ এক ব্যক্তিকে বুধবার গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ ইউসুফ ওরফে ডোমা। তাকে শ্রীপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১১ অক্টোবর জামুড়িয়ার মহম্মদ ইমরান সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। পরের দিন দুপুরে জামুড়িয়ার কারবালা এলাকায় তাঁর মৃতদেহ মেলে। ঘটনার তদন্তে নেমে গত ২৩ অক্টোবর মহম্মদ সাবির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। সাবিরকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ বুধবার ইমরানকে গ্রেফতার করেছে।

কয়লা পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

জামুড়িয়া থানার বীজপুর এলাকা থেকে পুলিশ অবৈধ কয়লা বোঝাই তিনটি ম্যাটাডর ভ্যান আটক করেছে। কয়লা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দু’জনকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম পিন্টু যাদব ও সন্তোষ রায়। ওই তিনটি ম্যাটাডরে প্রায় ৬ মেট্রিক টন কয়লা বোঝাই ছিল। অন্য দিকে, কুলটি থানার পুলিশ একটি বিদ্যুত্‌ সংস্থার তামার তার চুরি করার অভিযোগে ঝালবাগান এলাকা থেকে সিকান্দর যাদব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আস্তাকুঁড় থেকে খোঁজ মিলল শিশুর

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

কুলটি থানার ডিসেরগর কলোনি এলাকায় আবর্জনার ভ্যাট থেকে শিশুকন্যা উদ্ধার করেন এলাকার বাসিন্দারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে এলাকার বাসিন্দারা ওই শিশুটিকে দেখতে পান। তার পরেই পুলিশে খবর দেওয়া হয়। শিশুটিকে প্রথমে ইসিএলের সাঁকতোড়িয়া হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিত্‌সার পর শিশুটিকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

খেলায় ওয়াকওভার

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় ওয়াকওভার পেল আদিবাসী বিবি গাঁওতা। আয়োজক সংস্থা জানিয়েছে, এ দিন মিঠানী মাঠের খেলায় এনইউসিএসি দল মাঠে না আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জিতল বীরভূম

নিজস্ব সংবাদদাতা • চুরুলিয়া

বিশ্ববন্ধু ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে জিতল বীরভূম একাদশ। বৃহস্পতিবার তারা চিত্তরঞ্জন অরবিন্দ সঙ্ঘকে ৪ - ১ গোলে হারিয়ে দেয়।

কোথায় কী

দুর্গাপুর

জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। সিধো কানহু ইন্ডোর স্টেডিয়াম।
সকাল ৯টা। উদ্যোগ: বর্ধমান ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE