Advertisement
১৯ মে ২০২৪

ঠিকাদারকে মারধর কাঁকসায়

সেচখাল সংস্কারের কাজ করা এক ঠিকাদারকে মারধর ও টাকা চাওয়ার অভিযোগ উঠল তিন জন গ্রামবাসীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর গ্রামের ঘটনা। গ্রামবাসীদের পাল্টা অভিযোগ, ওই ঠিকাদার নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করছেন।

নিজস্ব সংবাদদাতা
কাঁকসা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫০
Share: Save:

সেচখাল সংস্কারের কাজ করা এক ঠিকাদারকে মারধর ও টাকা চাওয়ার অভিযোগ উঠল তিন জন গ্রামবাসীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর গ্রামের ঘটনা। গ্রামবাসীদের পাল্টা অভিযোগ, ওই ঠিকাদার নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করছেন।

দুর্গাপুরের বাসিন্দা, ঠিকাদার অশোক মুখোপাধ্যায়ের অভিযোগ, এ দিন সেচ দফতরের একটি খালের কালভার্ট ঢালাইয়ের কাজ চলছিল। আচমকা সুকুমার ঘোষ, বনমালি পাল ও সুব্রত পাল নামে তিন জন বাসিন্দা এলাকায় এসে কাজ বন্ধ করার হুমকি দেন বলে অভিযোগ। তাতে রাজি না হওয়ায় বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওই ঠিকাদারের। পরে কাঁকসা থানার পুলিশের উপস্থিতিতে কাজ শেষ হয়। অশোকবাবু বলেন, ‘‘আমাকে পেটে লাথি-ঘুসি মারা হয়। কাঁকসা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়েছি।’’

প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, মাস দেড়েক আগে ওই সেচখালটি সংস্কারের কাজ শুরু হয়। তার জন্য খরচ ধরা হয় ৪২ লাখ টাকা। সেই কাজেরই বরাত পান অশোকবাবু। তাঁর দাবি, এর আগে ওই তিন জন টাকাও দাবি করে। তা না মানাতেই এ দিনের হামলা বলে অশোকবাবুর দাবি। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে সুকুমারবাবু বলেন, ‘‘ওই ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে সেচখালের কাজ করছেন। বার বার বলা সত্ত্বেও উনি নির্মাণ সামগ্রী পাল্টাননি। কেউ তাঁকে মারধর করেননি। টাকাও চাওয়া হয়নি।’’

পুলিশ জানায়, মঙ্গলবার রাত পর্যন্ত লিখিত অভিযোগ হয়নি। তবে পুলিশকে মৌখিক ভাবে বিষয়টি জানিয়েছেন বলে জানান ঠিকাদার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kanksa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE