Advertisement
০৩ মে ২০২৪

ধর্মঘট নিয়ে

দেশ জুড়ে ২ সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটে এই শিল্পাঞ্চলের মানুষকে সামিল হওয়ার ডাক দিল শিল্পাঞ্চলের শ্রমিক সংগঠনগুলি। বৃহস্পতিবার আসানসোলে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির প্রতিনিধিরা এ ব্যাপারে বিশদ কর্মসূচির কথা জানান।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০১:১১
Share: Save:

দেশ জুড়ে ২ সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটে এই শিল্পাঞ্চলের মানুষকে সামিল হওয়ার ডাক দিল শিল্পাঞ্চলের শ্রমিক সংগঠনগুলি। বৃহস্পতিবার আসানসোলে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির প্রতিনিধিরা এ ব্যাপারে বিশদ কর্মসূচির কথা জানান। আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিটু নেতা বংশোগোপাল চৌধুরী দাবি করেন, ইস্কো ধুঁকছে। ইসিএলের শ্রমিক-কর্মীরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। কেব‌্লস কারখানার ভবিষ্যৎ অন্ধকারে। তাই শিল্পাঞ্চলের সাধারণ মানুষের এই ধর্মঘটে যোগ দেওয়া উচিত বলে দাবি করেন তিনি। তাঁকে সমর্থন করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ রামচন্দ্র সিংহ, আইএনটিইউসি-র চণ্ডী বন্দ্যোপাধ্যায়, বিএমএস নেতা নরেন্দ্র সিংহ প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Industrial worker general strike narendra singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE