Advertisement
২২ মে ২০২৪

বাহিনী আছে কি, বুথের পথে প্রশ্ন

দিন কয়েক আগেই আসানসোলে এসে রাজ্যের নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক জানিয়েছিলেন, আসানসোলের সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

আসানসোলের এক বুথে পাহারায় জওয়ানেরা। ছবি: পাপন চৌধুরী

আসানসোলের এক বুথে পাহারায় জওয়ানেরা। ছবি: পাপন চৌধুরী

সুশান্ত বণিক
আসানসোল শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ০১:১০
Share: Save:

বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে তো— মুখে-মুখে ঘুরছিল একই প্রশ্ন। আশা-আশঙ্কা ও প্রশ্ন নিয়েই রবিবার বুথে রওনা হলেন আসানসোল লোকসভা কেন্দ্রের প্রায় সাড়ে সাত হাজার ভোটকর্মী।

দিন কয়েক আগেই আসানসোলে এসে রাজ্যের নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক জানিয়েছিলেন, আসানসোলের সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। পর্যবেক্ষকের এই আশ্বাসে খানিক স্বস্তি পেয়েছেন ভোটকর্মীরা। তবে তাঁদের দাবি, বুথে না পৌঁছনো পর্যন্ত আশঙ্কা দূর হচ্ছেনা। রবিবার আসানসোলের ধাদকা পলিটেকনিক স্কুলের ডিসিআরসি কেন্দ্রে ভোটের সামগ্রী সংগ্রহ করার ফাঁকে সে কথাই জানালেন অনেক কর্মী।

কাঁকসা থেকে এসেছেন উজ্জ্বল রায়। এ বার তাঁর ‘ডিউটি’ বারাবনির একটি ভোটগ্রহণ কেন্দ্রে। তিনি জানান, গত পঞ্চায়েতে ভোটেও ডিউটি করেছেন। সেই ‘তিক্ত অভিজ্ঞতা’ যেন আর না হয়, সেই প্রার্থনাই করছেন বলে জানান তিনি। উজ্জ্বলবাবুর কথায়, ‘‘খুবই চিন্তায় রয়েছি। বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে বিপদের ভয় তো থাকবেই।’’ কেন এই আশঙ্কা? তাঁর দাবি, প্রায়ই বারাবনিতে গণ্ডগোল বাধছে বলে শুনেছেন। বিরোধী দলের প্রার্থী আক্রান্ত হয়েছেন।’’ আশঙ্কা নিয়েই বুথে যাচ্ছেন, জানালেন দুর্গাপুর থেকে বারাবনিতে ডিউটিতে যাওয়া ভোটকর্মী প্রবীর সান্যাল। তাঁর কথায়, ‘‘নির্বাচন কমিশন একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা জানিয়েছে। সেই আশায় আছি।’’

আসানসোল উত্তর এলাকায় একটি বুথে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন কৈলাসনাথ মজুমদার। এ নিয়ে তাঁর দ্বিতীয় বার ভোটের ডিউটি। তিনি বলেন, ‘‘শুনেছি সব বুথেই আধাসেনা থাকবে। তাই কিছুটা নিশ্চিন্তে আছি। তবে যদি কোনও কারণে জওয়ান না দেওয়া হয়, সেই আশঙ্কাও রয়েছে মনের মধ্যে।’’ সকলেই যে চিন্তায় রয়েছেন, তা অবশ্য এমন নয়। যেমন, পানাগড়ের বাসিন্দা সঞ্জয় বাদ্যকর জানালেন, তাঁরও ডিউটি বারাবনিতে। সেখানে বেশ কিছু গোলমালের খবরও শুনেছেন। সঞ্জয়বাবুর বক্তব্য, ‘‘যাঁরা ঝামেলা পাকাবেন সমস্যা তাঁদের। শান্তি বজায় রাখার দায়িত্ব পুলিশ ও বাহিনীর। আমাদের এ সব নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।’’

শনিবার আসানসোলে এসেছিলেন নির্বাচন কমিশনের তরফে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। তিনি দফায়-দফায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জেলা প্রশাসন ও সাধারণ পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা করেন। বিরোধী রাজনৈতিক দলগুলি সূত্রে জানা গিয়েছে, তারা পুলিশ পর্যবেক্ষকের কাছে প্রত্যেক ভোট গ্রহণকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কেন্দ্রীয় বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনা শেষে পুলিশ পর্যবেক্ষক আসানসোলের জন্য ৮২ কোম্পানি বাহিনী মোতায়েনের পরামর্শ দিয়েছেন। রবিবার সকাল থেকেই বাহিনীকে বুথে-বুথে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE