Advertisement
১৮ মে ২০২৪

খনির কাজ শুরু মোহনপুরে

স্থানীয়দের কয়েকজনকে নিয়োগের দাবি মেনে নেওয়ায় আপাতত সমস্যা মিটে গিয়ে খনি সম্প্রসারণের স্বাভাবিক কাজকর্ম শুরু হল সালানপুরের মোহনপুরে। শুক্রবার দুপুরে ঠিকাদার সংস্থার সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত হয়। কাজ শুরু হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচে ইসিএলও। লোক নিয়োগের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই ইসিএলের সালানপুর এরিয়ার মোহনপুর খোলামুখ খনির সম্প্রসারণ প্রকল্প এলাকায় বিক্ষোভ শুরু করে তৃণমূল প্রভাবিত কয়লা খাদান ঠিকা শ্রমিক ইউনিয়ন।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০০:৩৬
Share: Save:

স্থানীয়দের কয়েকজনকে নিয়োগের দাবি মেনে নেওয়ায় আপাতত সমস্যা মিটে গিয়ে খনি সম্প্রসারণের স্বাভাবিক কাজকর্ম শুরু হল সালানপুরের মোহনপুরে। শুক্রবার দুপুরে ঠিকাদার সংস্থার সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত হয়। কাজ শুরু হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচে ইসিএলও।

লোক নিয়োগের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই ইসিএলের সালানপুর এরিয়ার মোহনপুর খোলামুখ খনির সম্প্রসারণ প্রকল্প এলাকায় বিক্ষোভ শুরু করে তৃণমূল প্রভাবিত কয়লা খাদান ঠিকা শ্রমিক ইউনিয়ন। খনির স্বাভাবিক কাজকর্মও বন্ধ হয়ে যায়। তৃণমূল দাবি জানায়, তাদের দলের ৮২ জনকে চাকরিতে বহাল করতে হবে। কিন্তু সম্প্রসারণের কাজে যুক্ত ঠিকা সংস্থাটি দাবি মানতে না চাওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়। পরে শুক্রবার তৃণমূলের আসানসোল জেলা কমিটির সভাপতি ভি শিবদাসনের হস্তক্ষেপে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় দুই পক্ষকে নিয়ে একটি সভা ডাকেন। সভা শেষে বিক্ষোভকারীদের পক্ষে ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পাপ্পু উপাধ্যায় বলেন, ‘‘সংস্থাটি আপাতত আমাদের দেওয়া তালিকা থেকে ২০ জনকে কাজে বহাল করার সম্মতি দিয়েছে। তাই আমরা বিক্ষোভ তুলে নিয়েছি।’’ যদিও ঠিকা সংস্থাটির কর্ণধার জয়ন্ত শর্মার দাবি, ‘‘বিক্ষোভকারীদের তৈরি করে দেওয়া তালিকা থেকে ১৮ জনকে আমি আগামী মাসে কাজে রাখব বলে কথা দিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madanpur Mine work Trinamool ECL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE