Advertisement
০৮ মে ২০২৪

টোটোর দৌরাত্ম্য বুদবুদে

রাস্তায় ফুটপাথ বলতে কিছু নেই। রাস্তা ঘেঁষেই চলে বিকিকিনি। ফলে পথ চলতে সমস্যায় পড়েন পথচারীদের। তার সঙ্গে যোগ হয়েছে টোটোর দাপট।

পরপর চলছে টোটো। বুদবুদ বাজারে তোলা নিজস্ব চিত্র।

পরপর চলছে টোটো। বুদবুদ বাজারে তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বুদবুদ শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭ ০১:১২
Share: Save:

রাস্তায় ফুটপাথ বলতে কিছু নেই। রাস্তা ঘেঁষেই চলে বিকিকিনি। ফলে পথ চলতে সমস্যায় পড়েন পথচারীদের। তার সঙ্গে যোগ হয়েছে টোটোর দাপট। বুদবুদ বাজারে পা দেওয়া দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ বাসিন্দাদের। দিন দুয়েক আগে বুদবুদ বাজারে দুর্ঘটনায় এক জনের মৃত্যুর পরে সেই অভিযোগ আরও জোরালো হয়েছে। রাস্তা দখলমুক্ত করে চলাচলের উপযুক্ত করার দাবি উঠেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এলাকায় সেনাছাউনি তৈরির সঙ্গে বুদবুদে গড়ে ওঠে এই বাজার। পরে আড়বহরে বাজারটি বাড়তে শুরু করে। এখন প্রায় সাতশো ছোট-বড় দোকান রয়েছে। গলসি ১, আউশগ্রাম ২ ব্লকের একটা বড় অংশের মানুষের ভরসা এই বাজার। পুরনো জাতীয় সড়কের উপরে এই বাজারের মধ্যে দিয়ে বাস, লরিও চলে। ফলে, যানজট লেগে থাকে। তার উপরে রাস্তার পাশ জুড়ে রয়েছে বিভিন্ন দোকান। ওই রাস্তা দিয়ে যাতায়াতের জায়গা মেলে না বলে অভিযোগ বাসিন্দাদের। নাজেহাল হতে হয় পড়ুয়া থেকে অফিস যাত্রীদের।

দুর্ভোগ আরও বেড়েছে রাস্তার পাশে সার দিয়ে দাঁড়িয়ে থাকা টোটোয়। বাসিন্দাদের অভিযোগ, শ’খানেক টোটো বাজারে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। টোটোগুলি রাস্তায় চলেও বেপরোয়া ভাবে। মঙ্গলবার বুদবুদের সিনেমা হলের সামনে একটি টোটোর ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন স্থানীয় বাসিন্দা সুভাষচন্দ্র দত্ত। সেই সময়ে তাঁকে চাপা দেয় একটি মোটরবাইক। মৃত্যু হয় তাঁর।

এই দুর্ঘটনার পরে এলাকার বাসিন্দারা বেপরোয়া টোটো চলাচল নিয়ে সরব হয়েছেন। বুধবার থেকেই রাস্তার পাশে আর টোটো দাঁড়াতে দিচ্ছেন না বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের দাবি, এমনিতেই বাজার সংকীর্ণ। তার উপরে রাস্তার পাশে টোটো রাখলে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। টোটো রাখার কোনও নির্দিষ্ট জায়গা করে দিক প্রশাসন।

বুদবুদের সঞ্জয় মণ্ডল, মহম্মদ গোলামরা বলেন, ‘‘বাজারে ফুটপাথ দখল হয়ে যাচ্ছে। আমরা বাজার করতে গিয়ে চলাচল করতে পারি না। এই সমস্যা প্রশাসনের দেখা উচিত।’’ বুদবুদ বাজারে যানজট মাঝেমধ্যে এত তীব্র হয় যে সিভিক ভলান্টিয়াররা হিমসমি হন। পুলিশের অফিসারদেরও সামাল দিতে নামতে হয় মাঝে-মাঝে।

বুদবুদ বাজার টোট চালক সমিতির তরফে গৌতম মুখোপাধ্যায় অবশ্য বলেন, ‘‘বুদবুদ সিনেমা হলের কাছে স্ট্যান্ড তৈরি করছি। তা হয়ে গেলেই আর রাস্তার পাশে টোটো রাখব না। কেউ বেপরোয়া ভাবে টোটো চালালে ব্যবস্থা নেওয়া হবে।’’ গলসি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়েরও আশ্বাস, বুদবুদ বাজারের এই সমস্যা দূর করতে পদক্ষেপ করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Toto Pedestrian
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE