Advertisement
০৪ মে ২০২৪

স্থায়ী বসবাসের অনুমতির দাবি

পাঁচ দশকেরও বেশি সময় ধরে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) অব্যবহৃত জমিতে বাস করছেন কয়েক হাজার মানুষ। জমিতে স্থায়ী বসবাসের সুযোগ করে দিতে ডিএসপি কতৃর্পক্ষকে আগেই আর্জি জানিয়েছেন তাঁরা। বুধবার গাঁধী মোড় থেকে মিছিল করে গিয়ে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দফতরে স্মারকলিপি জমা দিয়ে ফের সেই আবেদন জানালেন ওই এলাকার বাসিন্দারা।

ভূমিহীনদের মিছিল।—নিজস্ব চিত্র।

ভূমিহীনদের মিছিল।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৫ ০১:৪৫
Share: Save:

পাঁচ দশকেরও বেশি সময় ধরে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) অব্যবহৃত জমিতে বাস করছেন কয়েক হাজার মানুষ। জমিতে স্থায়ী বসবাসের সুযোগ করে দিতে ডিএসপি কতৃর্পক্ষকে আগেই আর্জি জানিয়েছেন তাঁরা। বুধবার গাঁধী মোড় থেকে মিছিল করে গিয়ে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দফতরে স্মারকলিপি জমা দিয়ে ফের সেই আবেদন জানালেন ওই এলাকার বাসিন্দারা।

ডিএসপি টাউনশিপের ঠিক পাশে কারখানারই জমিতে গড়ে উঠেছে ধোবীঘাট, বিজুপাড়া, রঘুনাথপুর, মধুপল্লি, কমলপুর ২ নম্বর, কমলাইতলা প্রভৃতি এলাকা। পুরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই এলাকাগুলির বাসিন্দারা গড়ে তুলেছেন ‘দুর্গাপুর শিল্পাঞ্চল সংলগ্ন বস্তি কল্যাণ সমিতি’। সমিতির সভাপতি কৃষ্ণ মাল জানান, ৫০-৫৫ বছর ধরে বাসিন্দারা এখানে বাস করছেন। বাসিন্দাদের ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড, আধার কার্ড রয়েছে। বৈধ বিদ্যুৎ সংযোগও আছে। পুরসভা জল সরবরাহ করে। সাড়ে তিন দশকেরও পুরনো সরকারি প্রাথমিক স্কুল রয়েছে। কিন্তু যে কোনও দিন উচ্ছেদ হওয়ার ভয় রয়েছে।

স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে ডিএসপি কর্তৃপক্ষের কাছে ওই জমি নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে ‘লিজ’ দেওয়ার ব্যবস্থার আর্জি জানিয়েছেন। ডিএসপি কর্তৃপক্ষ অবশ্য জানান, এ ভাবে সংস্থার জমি বাইরের কাউকে ‘লিজ’ দেওয়ার নিয়ম নেই। পুরসভা সূত্রে জানানো হয়েছে, নাগরিক পরিষেবা যা দেওয়ার কথা তা দেয় পুরসভা। কিন্তু জমির বিষয়ে পুর কর্তৃপক্ষের কিছু করার নেই। এ দিন বাসিন্দারা স্মারকলিপি দেন মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দফতরে। বস্তি কল্যাণ সমিতির সভাপতি কৃষ্ণবাবু বলেন, ‘‘বাসিন্দারা সরকারি হারে খাজনা দিতে রাজি আছেন। সে কথা জানিয়ে তাঁদের স্থায়ী ভাবে বাস করার স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছি।’’ মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে জানানো হয়, বাসিন্দাদের দাবির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE