Advertisement
০৩ মে ২০২৪

রাস্তা সারাই চেয়ে অবরোধ, ঘেরাও

মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বর্ধমান শহরে আসার দিনই রাস্তা মেরামতির দাবিতে তা কেটে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। মুখ্যমন্ত্রীর নজর টানতে পথ অবরোধও করেছিলেন।

চলছে অবরোধ। নিজস্ব চিত্র।

চলছে অবরোধ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০০:৪৫
Share: Save:

মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বর্ধমান শহরে আসার দিনই রাস্তা মেরামতির দাবিতে তা কেটে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। মুখ্যমন্ত্রীর নজর টানতে পথ অবরোধও করেছিলেন। পরে বর্ধমান ১-এর বিডিও দ্রুত বর্ধমান সিউড়ি রোড থেকে কাটোয়া রোড পর্যন্ত সংযোগকারী ওই রাস্তা সারানোর আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। সোমবার ফের রাস্তা সারানোর দাবিতে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এমনকী বিডিও, পুলিশ কর্তাদের কিছুক্ষণ আটকেও রাখা হয়।

এলাকার বাসিন্দা নির্মল ঘোষ, শেখ আসরফদের দাবি, দীর্ঘদিন ধরে পালিতপুরগামী এই আট কিলোমিটার রাস্তা খারাপ ও চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। কয়েকটি কারখানার মালবাহী ভারী ট্রাক যাতায়াতে রাস্তার হাল দিনেদিনে আরও খারাপ হচ্ছে বলেও তাঁদের দাবি। বারবার প্রসাশনের কাছে জানিয়েও কোনও ফল হয়নি। তাই বিক্ষোভ, অবরোধের রাস্তা ছাড়া উপায় নেই বলে দাবি কমলপুর, বীরপুর, পালিতপুর এলাকার বাসিন্দাদের। এ দিন সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন তাঁরা। খবর পেয়ে বিডিও দেবদুলাল বিশ্বাস এবং বর্ধমান থানার আই সি শান্তনু মিত্র সেখানে যান। বেলা ১১টা নাগাদ তাঁরা পৌঁছলে গ্রামবাসীরা তাঁদের ঘিরে ধরে রাস্তা মেরামতির দাবি জানান। দুপুর পর্যন্ত তাঁদের ঘেরাও করে রাখা হয়। পরে বিডিও ও পুলিশের আশ্বাস পেয়ে ঘেরাও ওঠে। দেবদুলালবাবুর আশ্বাস, শীঘ্রই কাজ শুরু হবে। জেলাসাশকের সাথে কথা হয়েছে। তবে বর্ষার জন্য একটু দেরি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road blocked road repair
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE