Advertisement
E-Paper

পুজোর আগেই শহরের রাস্তায় ত্রিফলা আলো

এ ছাড়া শহরের ভিতর দিয়ে যাওয়া জিটি রোড সংস্কারেও উদ্যোগী হয়েছে রাজ্যের পূর্ত দফতর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১০০ কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কার ও সম্প্রসারণ, আলো বসানো এবং সৌন্দর্যায়নের কাজ করবে পূর্ত দফতর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৭ ০৭:১০
সৌন্দর্যায়নে: এই ত্রিফলাগুলিই বসানো হচ্ছে। নিজস্ব চিত্র

সৌন্দর্যায়নে: এই ত্রিফলাগুলিই বসানো হচ্ছে। নিজস্ব চিত্র

পুজোর আগেই আলোকসজ্জা বর্ধমানের শহরের পথে। পুরসভার তরফে জানানো হয়েছে, শহরের বিভিন্ন গলিতে বসানো হবে ত্রিফলা। আবার টিমটিমে পথবাতি সরিয়ে তার জায়গায় নিয়ে আসা হবে এলইডি আলো।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, লাকুরডির মাঠে ডাঁই ত্রিফলাগুলি দিয়েই সেজে উঠবে শহরের ভিতরের রাস্তাগুলি। পুজোর আগেই সেই কাজ শেষ হবে, দাবি পুরসভার। ত্রিফলার পাশাপাশি পুজোর আগেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে এলইডি আলো বসানো হবে বলে জানায় পুরসভা।

এই দুই সিদ্ধান্তের ফলে রাস্তার আলো যেমন জোরদার হবে, তেমনই বিদ্যুতের বিলও একধাক্কায় অনেকটা কমবে বলে আশা পুরসভার কর্তাদের। বর্ধমানের পুরপ্রধান স্বরূপ দত্ত বলেন, “এলইডি আলোর জন্য দরপত্র ডাকা হয়েছে। পুজোর আগেই শহরের বিভিন্ন জায়গায় এলইডি লাগানো হবে।”

এ ছাড়া শহরের ভিতর দিয়ে যাওয়া জিটি রোড সংস্কারেও উদ্যোগী হয়েছে রাজ্যের পূর্ত দফতর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১০০ কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কার ও সম্প্রসারণ, আলো বসানো এবং সৌন্দর্যায়নের কাজ করবে পূর্ত দফতর। এর জন্য পূর্ত দফতর রাস্তার দু’ধারে থাকা ত্রিফলাগুলি সরিয়ে নেওয়ার জন্য বর্ধমান পুরসভাকে বলেছিল। সেই মতো গত এপ্রিল মাসে উল্লাস মোড় থেকে নবাবহাট পর্যন্ত প্রায় ৫২৪টি ত্রিফলা খুলে নেওয়া হয়। সেগুলির ঠাঁই হয়েছিল বর্ধমান পুরসভার লাকুরডির জলকলের মাঠে। প্রায় সওয়া এক কোটি টাকার ত্রিফলা পড়ে থাকায় শহরজুড়ে বিতর্ক দেখা দেয়। এর পরেই তৃণমূল পরিচালিত বর্ধমান পুরসভা সিদ্ধান্ত নেয়, শহরের ভিতরে বিভিন্ন রাস্তায় ওই ত্রিফলা লাগিয়ে সৌন্দর্যায়ন করা হবে।

পুরসভা সূত্রে জানা যায়, কাঞ্চননগর-রথতলা এলাকাতেই রাস্তার দু’ধারে প্রায় ১২৫টি ত্রিফলা বসানো হয়েছে। ১৮ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ কলেজ মোড়, ১৯ নম্বর ওয়ার্ডের পিরবাহারাম, ১৬ নম্বর ওয়ার্ডের মিরছোবা, তিন নম্বর ওয়ার্ডের জেলখানা মোড় লাগোয়া বেশ কিছু জায়গায় ত্রিফলা বসানো হচ্ছে। পুরপিতা পরিষদ সদস্য (আলো) সাহাবুদ্দিন খান বলেন, “সাড়ে তিনশোটি ত্রিফলা বসানো হয়ে গিয়েছে। বাকি ত্রিফলাগুলি রাধারানি স্টেডিয়াম-সহ নানা জায়গায় বসানো হবে।” তিনি জানান, রাস্তার টিউবলাইট বা বাল্বের পরিবর্তে পথবাতি হিসেবে এলইডি আলো লাগানো হবে।

পুরসভার দাবি, প্রথম দফায় বেশ কিছু মোড়ে এলইডি আলো লাগানো হয়েছিল। এ বার পুজোর আগে ৩৫টি ওয়ার্ডেরই গুরুত্বপূর্ণ ১৫০টি জায়গায় প্রায় ২৫ লক্ষ টাকা খরচ করে এলইডি পথবাতি লাগানো হবে‌।

Trident lights Durga Puja ত্রিফলা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy