Advertisement
০৬ মে ২০২৪

কাজের মান নিয়ে প্রশ্ন তুলে রাস্তার কাজে বাধা

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার ঘটনাটি ঘটে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের মাধাইপুর গ্রামে। সঙ্গে ছিলেন স্থানীয় তিন পঞ্চায়েত সদস্যও। স্থানীয় গোগলা পঞ্চায়েত প্রধানের কাছে এ ব্যাপারে অভিযোগও করেছেন বাসিন্দারা। প্রধান গঙ্গাধর গোস্বামী ব্লক অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৪ মে ২০১৫ ০২:৪৫
Share: Save:

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার ঘটনাটি ঘটে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের মাধাইপুর গ্রামে। সঙ্গে ছিলেন স্থানীয় তিন পঞ্চায়েত সদস্যও। স্থানীয় গোগলা পঞ্চায়েত প্রধানের কাছে এ ব্যাপারে অভিযোগও করেছেন বাসিন্দারা। প্রধান গঙ্গাধর গোস্বামী ব্লক অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। অন্য দিকে, ঠিকাদার সংস্থার পক্ষ থেকে জোর করে কাজ বন্ধের অভিযোগ তোলা হয়েছে।

পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, গোগলা পঞ্চায়েতের মাধাইপুর থেকে চন্দেরডাঙা পর্যন্ত ১ কিমি ৬০০ মিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। বাজেট ধরা হয়েছে ১ কোটি ৫ লক্ষ টাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা নির্মাণ করা হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে। ফলে রাস্তা বেশিদিন ঠিকবে না। সঠিক গুণমানে‌র সামগ্রী ব্যবহার করা না হলে কাজ করতে দেওয়া হবে না বলে ঠিকাদার সংস্থাকে দিন দু’য়েক আগেই জানিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার তাঁরা রাস্তা জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যোগদেন স্থানীয় তিন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ঝন্টু রুইদাস, উর্মিলা রুইদাস, মিতালি ঘোষ। উৎসাহী এক গ্রামবাসীর হাতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও ছিল। স্থানীয় বাসিন্দা উত্তম ঘোষের অভিযোগ, ‘‘কাজের গুণমান নিয়ে প্রশ্ন তোলায় আমাদের হুমকি দেয় ঠিকাদার সংস্থা। তারপরেই আমরা এ দিন রাস্তার কাজ বন্ধ করে দিই।’’ এ দিন আন্দোলন চলাকালীনও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আন্দোলনে যোগ দেওয়া পঞ্চায়েত সদস্য ঝন্টু রুইদাস এবং মিতালী রুইদাস’রা বলেন, ‘‘রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা এবং পঞ্চায়েত সদস্য হিসেবে প্রতিবাদ করার অধিকার আমাদের আছে।’’ তবে দলনেত্রীর ছবি-সহ দলের পঞ্চায়েত সদস্যরা গ্রামবাসীদের সঙ্গে আন্দোলনে সামিল হওয়ায় বিব্রত তৃণমূল নেতৃত্ব। দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, এ ভাবে জোর করে কাজ বন্ধ করায় তাঁদের সমর্থন নেই। তিনি বলেন, ‘‘যেভাবে দলীয় পঞ্চায়েত সদস্যরা এ দিন আন্দোলন করেছেন বলে শুনেছি, তা করা যায় না। দলের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে।’’ অন্য দিকে, ঠিকাদার সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, সরকারি কাজের নিয়ম মেনে নির্দিষ্ট গুণমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরি করে দিলেই হয় না। নির্দিষ্ট সময় পর্যন্ত রক্ষণাবেক্ষণও করতে হয়। কাজেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করলে আখেরে নির্মাণ সংস্থারই ক্ষতি।’’ তাঁর অভিযোগ, গ্রামবাসীরা অহেতুক কাজ বন্ধ করে দিয়েছেন। এমনকী পিচ ভর্তি ড্রামও উল্টে দিয়েছেন বলে থানায় অভিযোগ করেছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE