Advertisement
০৭ মে ২০২৪

উচ্চ মাধ্যমিকে পাশের হারেও পিছিয়ে বর্ধমান

মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকেও পাশের হার আশপাশের জেলাগুলির তুলনায় পিছিয়ে পড়েছে বর্ধমান। উচ্চ মাধ্যমিকের বর্ধমান অঞ্চলের মধ্যে এই জেলা ছাড়াও রয়েছে হুগলি, বাঁকুড়া ও বীরভূম। এ বার বাকি তিনটি জেলার থেকেই পাশের হারে পিছিয়ে স্বাক্ষরতার বিচারে এক সময়ে অনেক এগিয়ে থাকা জেলা বর্ধমান। এ বার বর্ধমান থেকে প্রায় ৬৩ হাজার পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে বসেছিলেন। উত্তীর্ণ হয়েছেন প্রায় ৪৭ হাজার জন।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ০৫ জুন ২০১৪ ০০:৪২
Share: Save:

মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকেও পাশের হার আশপাশের জেলাগুলির তুলনায় পিছিয়ে পড়েছে বর্ধমান।

উচ্চ মাধ্যমিকের বর্ধমান অঞ্চলের মধ্যে এই জেলা ছাড়াও রয়েছে হুগলি, বাঁকুড়া ও বীরভূম। এ বার বাকি তিনটি জেলার থেকেই পাশের হারে পিছিয়ে স্বাক্ষরতার বিচারে এক সময়ে অনেক এগিয়ে থাকা জেলা বর্ধমান।

এ বার বর্ধমান থেকে প্রায় ৬৩ হাজার পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে বসেছিলেন। উত্তীর্ণ হয়েছেন প্রায় ৪৭ হাজার জন। পাশের হার ৭৬.০৩ শতাংশ, যা গত বারের চেয়ে ১ ভাগ বেশি। পাশের হার বাড়লেও অঞ্চলের অন্য তিন জেলার থেকে পিছিয়ে বর্ধমান। বাঁকুড়ায় গত বারের তুলনায় পাশের হার ২ ভাগ বেড়ে দাঁড়িয়েছে ৭৭.১৯ শতাংশ। বীরভূম ও হুগলিতে এই হার এক ভাগ করে বেড়ে হয়েছে যথাক্রমে ৭৬.৩৯ এবং ৮৩.৮৪ শতাংশ। এই চার জেলার মধ্যে বর্ধমানে অনুত্তীর্ণের সংখ্যাও সব চেয়ে বেশি, ১৬,১৫০ জন।

তবে রাজ্যের যে চার জেলায় এ বার ছেলেদের থেকে মেয়েদের পাশের হার বেশি, তার মধ্যে অন্যতম বর্ধমান। এই জেলায় এ বার ৭৪.৫৬ শতাংশ ছেলে পরীক্ষার্থী পাশ করেছেন। গত বার যা ছিল ৭৪.৩১ শতাংশ। সেখানে মেয়েদের পাশের হার ৭৫.২৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭৭.৬২ শতাংশ।

বর্ধমান অঞ্চলে এ বার মোট পরীক্ষার্থ ছিলেন ১,৬৭,৫৫০ জন। তাদের মধ্যে পাশ করেছেন ১,২৮,৬৭১ জন। গত বারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ হাজার বাড়লেও পাশের সে ভাবে বাড়েনি।

মাধ্যমিকে পরে উচ্চ মাধ্যমিকেও কেন বর্ধমান পাশের হারে পিছিয়ে পড়ল, তার কোনও ব্যাখা মেলেনি উচ্চ মাধ্যমিক আঞ্চলিক কেন্দ্রের কর্তাদের কাছ থেকে। এ বার মেধাতালিকায় রাজ্যের প্রথম দশের মধ্যে রয়েছেন বর্ধমান জেলারই পাঁচ জন। গত বার পেয়েছিলেন ছ’জন। সে দিক থেকেও কী বর্ধমান পিছিয়ে পড়ছে না? উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য স্বপন ঘোষাল তা মানতে চাননি। তিনি বলেন, “আগের বার আমাদের জেলা থেকে মেধা তালিকায় সব চেয়ে ভাল স্থান ছিল চতুর্থ। এ বার জেলা থেকে দ্বিতীয় স্থান পেয়েছে। তাই আমাদের মান বাড়ছে বলেই মনে করি। এ বার পাশের হারও ১.২৮ শতাংশ বেড়েছে।”

বর্ধমান শহরের শিক্ষক মহলও এই পাশের হারে জেলার পিছিয়ে পড়ার বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ। যদিও জেলা প্রশাসনের এক কর্তার মত, “বর্ধমানের সাধারণ মানের ছাত্রছাত্রীরা কেন পিছিয়ে পড়ছে, তা নিয়ে অবিলম্বে আমাদের সমীক্ষা করানো দরকার।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bardhaman higher secondary examination
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE