Advertisement
০৬ মে ২০২৪

কারখানা গড়ার কাজ বন্ধ রেখে শ্রমিক-বিক্ষোভ

জমায়েত ঠিকা শ্রমিকদের। সোমবারের নিজস্ব চিত্র।

জমায়েত ঠিকা শ্রমিকদের। সোমবারের নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১৯
Share: Save:

বেতন না পাওয়ার অভিযোগ তুলে সোমবার বুদবুদ থানার পণ্ডালি মৌজায় নির্মীয়মাণ সার কারখানার ঠিকা শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন। তাঁদের অভিযোগ, প্রায় তিন মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। সে জন্য তাঁরা কাজ বন্ধ করে প্রতিবাদ জানিয়েছেন। কারখানার প্রধান ফটকও বন্ধ করে দেন তাঁরা। এর ফলে কারখানার ভিতরে গাড়ি ঢুকতে না পারা নিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের খানিকটা ধস্তাধস্তিও হয় বলে অভিযোগ।

পণ্ডালি মৌজায় ৪১৯ একর জমিতে গড়া হচ্ছে এই সার কারখানাটি। একটি বেসরকারি সংস্থা এখানে গ্রিনফিল্ড অ্যামোনিয়া-ইউরিয়া সার তৈরিতে উদ্যোগী হয়েছে। ২০১০ সালে জমিটি তাদের হাতে তুলে দেয় রাজ্য শিল্পোন্নয়ন নিগম। সেই বছরের মাঝামাঝি থেকে এই কারখানার নির্মাণকাজ শুরু হয়। বিনিয়োগের পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা। ২০১৪ সালের মধ্যে কারখানায় উৎপাদন শুরু হওয়ার কথা।

এ দিন বিক্ষোভে যোগ দেওয়া ওই ঠিকা শ্রমিকেরা জানান, তাঁরা অধিকাংশই এসেছেন ভিন্ রাজ্য থেকে। তাঁদের দাবি, গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে, বাড়িতে পরিবারের লোকজন অর্থকষ্টে ভুগছেন। বারবার সংশ্লিষ্ট আধিকারিকদের বিষয়টি জানানো হলেও কোনও ফল হয়নি বলে অভিযোগ ওই শ্রমিকদের। তাই এ দিন প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ রাখলেন বলে জানান তাঁরা। তাঁদের অবশ্য দাবি, কারখানার প্রধান ফটক বন্ধ করে দেওয়া হলেও আধিকারিকদের গাড়ি ঢোকার জন্য নিরাপত্তারক্ষীরা অনুরোধ করলে তাঁরা তা খুলে দেন। নিয়োগকারী সংস্থার পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে দুপুরের পরে বিক্ষোভ থামে। তবে দ্রুত বকেয়া বেতন মেটানোর দাবি জানিয়েছেন তাঁরা।

নানা দাবি তুলে নানা পক্ষ বিভিন্ন সময়ে বাধা দিয়েছেন নির্মীয়মাণ এই কারখানার কাজে। জমিদাতারা জমির দাম পেয়ে গেলেও বর্গাদার ও খেতমজুরদের ক্ষতিপূরণ নিয়ে সমস্যা দেখা দিয়েছিল এক সময়ে। সেই দাবিতে স্থানীয় বাসিন্দারা মাঝে-মাঝেই কারখানার গেটে বিক্ষোভ দেখিয়েছেন। জমিদাতা পরিবারগুলির অন্তত এক জনকে কারখানায় কাজ দেওয়ার দাবি জানিয়েও গেটের সামনে বিক্ষোভ হয়েছে বহু বার। পরে আবার জমিদাতা পরিবারের তরফে কারখানার কাজে তাঁদের গাড়ি ভাড়া নেওয়ার দাবিতেও বিক্ষোভ হয়েছে।

সোমবার ঠিকা শ্রমিকেরা বিক্ষোভ দেখালেন বেতন না পাওয়ার দাবিতে। নির্মাণকাজের দায়িত্বে থাকা সংস্থার এক আধিকারিক জানান, বিক্ষোভকারীদের সঙ্গে কথাবার্তা বলার পরে তাঁরা বিক্ষোভ থামিয়েছেন। দ্রুত সমস্যা মেটানো হবে বলে আশ্বাস ওই আধিকারিকের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bud bud
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE