Advertisement
০২ মে ২০২৪

দুর্নীতির নালিশে সরব বিজেপি

দলীয় কর্মীদের উপরে হামলা হলে তাঁরাও জবাব দেবেন, জামুড়িয়ায় জনসভায় এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। বৃহস্পতিবার অন্ডালে সাংসদ বাবুল সুপ্রিয়ের কর্মিসভা উপলক্ষে পতাকা টাঙানোর সময়ে বিজেপি কর্মীদের উপরে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের লোকজনের বিরুদ্ধে। এর পরেই শুক্রবার জামুড়িয়ার চাকদোলা মোড়ের কাছে মাঠে শুক্রবার দুপুরে ওই সভায় তিনি বলেন, “আমরা গাঁধীবাদী পার্টির লোক নয়। আমাদের উপরে হামলা হলে জবাব দিতে জানি।”

জনসভায় রাহুল সিংহ ও বাবুল। নিজস্ব চিত্র।

জনসভায় রাহুল সিংহ ও বাবুল। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জামুড়িয়া শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৭
Share: Save:

দলীয় কর্মীদের উপরে হামলা হলে তাঁরাও জবাব দেবেন, জামুড়িয়ায় জনসভায় এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ।

বৃহস্পতিবার অন্ডালে সাংসদ বাবুল সুপ্রিয়ের কর্মিসভা উপলক্ষে পতাকা টাঙানোর সময়ে বিজেপি কর্মীদের উপরে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের লোকজনের বিরুদ্ধে। এর পরেই শুক্রবার জামুড়িয়ার চাকদোলা মোড়ের কাছে মাঠে শুক্রবার দুপুরে ওই সভায় তিনি বলেন, “আমরা গাঁধীবাদী পার্টির লোক নয়। আমাদের উপরে হামলা হলে জবাব দিতে জানি।”

এ দিন রাহুলবাবু আরও দাবি করেন, “২০১৬ সালে সরকারে আসা আমাদের কেউ আটকাতে পারবে না। তার উদাহরণ বসিরহাট দক্ষিণ উপনির্বাচন। ৩৪ বছরে সিপিএম যত দুর্নীতি করেছে, তিন বছরে তৃণমূল তাকে ছাপিয়ে গিয়েছে। মানুষ সেটা বুঝে গিয়েছেন।” তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সভায় সরব হন বাবুলও। তিনি অভিযোগ করেন, “গত সাড়ে তিন বছরে জামুড়িয়া ২ ব্লকে তৃণমূলের এক নেতার ভবন দেখলেই বোঝা যায়, কত পরিবর্তন হয়েছে। ওই নেতার বাড়ির বাইরেটা দেখে কোনও ধারণা করবেন না। ভিতরে ঢুকে দেখুন, সব বুঝতে পারবেন।”

তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) কার্যকরী সভাপতি ভি শিবদাসনের পাল্টা দাবি, “নেত্রীর সিদ্ধান্ত, আমাদের কোনও নেতা-কর্মীর বিরুদ্ধে যদি দুর্নীতি প্রমাণ হয়, তবে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। কিন্তু, ওরা তা প্রমাণ করতে পারবে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bjp jamuria rahul sinha babul supriyo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE