Advertisement
২১ মে ২০২৪

দূরশিক্ষায় বিএডে ভর্তি শুরু

দূরশিক্ষায় বিএড পাঠ্যক্রমে ভর্তি শুরু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়। রাজ্যে এই প্রথম কোনও বিশ্ববিদ্যালয় এই ধরনের উদ্যোগ হয়েছে বলে উপাচার্য স্মৃতিকুমার সরকার জানিয়েছেন। বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক দেবকুমার পাঁজা বলেন, “এ বছর দূরশিক্ষা দফতরে ৫০০টি বিএড আসনের জন্য ৭৪০০টি আবেদনপত্র জমা পড়েছিল। তার মধ্যে থেকে ৫০০ জন বেছে নিয়ে মেধাতালিকা প্রকাশ হয়েছে। বুধবার থেকে ভর্তি শুরু হয়েছে।”

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৪ ০০:৪৮
Share: Save:

দূরশিক্ষায় বিএড পাঠ্যক্রমে ভর্তি শুরু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়। রাজ্যে এই প্রথম কোনও বিশ্ববিদ্যালয় এই ধরনের উদ্যোগ হয়েছে বলে উপাচার্য স্মৃতিকুমার সরকার জানিয়েছেন। বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক দেবকুমার পাঁজা বলেন, “এ বছর দূরশিক্ষা দফতরে ৫০০টি বিএড আসনের জন্য ৭৪০০টি আবেদনপত্র জমা পড়েছিল। তার মধ্যে থেকে ৫০০ জন বেছে নিয়ে মেধাতালিকা প্রকাশ হয়েছে। বুধবার থেকে ভর্তি শুরু হয়েছে।” তিনি জানান, এ দিন শুধু বাংলা বিষয়ের জন্য ভর্তি করানো হয়েছে। সরকারি বা বেসরকারি স্কুলে শিক্ষকতায় ন্যূনতম দু’বছরের অভিজ্ঞতা থাকা ব্যক্তিরাই এই বিএড পাঠ্যক্রমে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। এর পর থেকে প্রতি দিন দু’টি করে বিষয়ে ভর্তি করানো হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই পাঠ্যক্রমে বিষয়গুলি হল বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, মিউজিক এডুকেশন, কমার্স, পদার্থ ও জীবনবিজ্ঞান। ভর্তির প্রক্রিয়া চলবে অগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত। অগস্টেব তৃতীয় সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে দূরশিক্ষা বিভাগের প্রেক্ষাগৃহে।

দেবকুমারবাবু আরও বলেন, “ন্যাশান্যাল কাউন্সিল অব টিচার্স এডুকেশনের (এনসিটিই) নির্দেশ মেনে এই পাঠ্যক্রমের জন্য নির্দিষ্ট স্টাডি মেটিরিয়াল তৈরির কাজও শুরু হয়েছে। কোর্স ফি-র পরিমাণ মোট পাঁচ হাজার। বছরে আড়াই হাজার করে দিতে হবে। পরীক্ষা রেজিস্ট্রেশন ইত্যাদির জন্য দিতে হবে আরও পাঁচ হাজার টাকা। দূরশিক্ষার অন্য বিভাগের মতোই প্রতি শনি ও রবিবার ক্লাস হবে।” এই বিএড পাঠ্যক্রমের পঠনপাঠনের মান যাতে উন্নত করা যায় তার জন্য একটি উপদেষ্টামণ্ডলীও গঠন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এরই মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ৭৩টি কলেজে বিএডের কাউন্সেলিং শুরু হয়েছে ২২ মে থেকে। প্রথম ও দ্বিতীয় পর্বের কাউন্সেলিং শেষ হয়েছে ৩ জুলাই। তৃতীয় পর্বের কাউন্সেলিংয়ের দিন ঘোষিত হবে আগামী ২৮ জুলাই। গত বার বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত বিএড কলেজের সংখ্যা ছিল ৫৩। এ বার নতুন ২০টি কলেজকে অনুমোদন দেওয়া হয়েছে। ১৭টি বিষয়ে প্রায় সাত হাজার ছাত্রছাত্রীকে এক বছরের পাঠ্যক্রমে ভর্তি করানো হবে। তাঁদের মধ্যে স্কুল শিক্ষকেরাও থাকছেন। বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট কাউন্সিল সূত্রে এই খবর জানানো হয়েছে। সমস্ত কলেজের কাউন্সেলিং চলছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। তার পরে সংশ্লিষ্ট কলেজগুলিকে সফল ছাত্রছাত্রীর তালিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE