Advertisement
০৯ মে ২০২৪

রাতের রাস্তায় দুষ্কৃতী দৌরাত্ম্য, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

জনবহুল এলাকায় ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুষ্কৃতীরা। তার পরে চব্বিশ ঘণ্টা কেটে গেলেও ধরা পড়েনি কেউ। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন আসানসোল বণিকসভার প্রতিনিধিরা। রাতের শহরে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। পুলিশ অবশ্য জানিয়েছে, ব্যবসায়ীকে গুলির ঘটনায় বেশ কিছু তথ্য তাদের হাতে এসেছে। দুষ্কৃতীদের খোঁজ চলছে।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৪ ০০:৪৭
Share: Save:

জনবহুল এলাকায় ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুষ্কৃতীরা। তার পরে চব্বিশ ঘণ্টা কেটে গেলেও ধরা পড়েনি কেউ। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন আসানসোল বণিকসভার প্রতিনিধিরা। রাতের শহরে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। পুলিশ অবশ্য জানিয়েছে, ব্যবসায়ীকে গুলির ঘটনায় বেশ কিছু তথ্য তাদের হাতে এসেছে। দুষ্কৃতীদের খোঁজ চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ ব্যবসায়ীকে গুলি করার ঘটনাটি ঘটে আসানসোল দক্ষিণ থানার ঊষাগ্রাম এলাকায়। আসানসোলের মহিশিলার বাসিন্দা, ওষুধ ব্যবসায়ী মাধব নন্দী দোকান বন্ধ করে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। ঊষাগ্রামের কাছে জি টি রোডের উপরেই তাঁকে খুব কাছ থেকে গুলি করে দুই দুষ্কৃতী। পুলিশ তদন্তে নেমে জেনেছে, দুষ্কৃতীরাও মোটরবাইকে এসেছিল। তারা প্রথমে মাধববাবুকে দাঁড় করায়। দু’পক্ষের বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়। এর পরেই আচমকা গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। মাধববাবু সেখানেই লুটিয়ে পড়েন। এলাকার বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় প্রথমে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান, পরে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুলি বের করা হয়েছে। ওই ব্যবসায়ীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

ঘটনার পরে রাত কাটলেও বুধবার সকালে আতঙ্ক কাটেনি এলাকাবাসীর। যেখানে ঘটনাটি ঘটে সেখানে বেশ কিছু দোকানপাট রয়েছে। কিন্তু দোকানদারেরা ঘটনার ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। পুলিশ জানায়, ঘটনার প্রত্যক্ষদর্শীরাও মুখ খুলতে চাইছেন না। এলাকার কিছু বাসিন্দা জানান, আগে কখনও এ রকম ঘটেনি। মঙ্গলবার যখন ওই ব্যবসায়ী গুলিবিদ্ধ হন, তখন রাস্তায় লোকজন ছিলেন। কিন্তু দুষ্কৃতীরা সে সবের তোয়াক্কা করেনি।

শিল্পাঞ্চলে অবশ্য রাতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নতুন নয়। গত বছর হটন রোডে দুষ্কৃৃতীদের গুলিতে খুন হন কানু গড়াই নামে এক ব্যবসায়ী। পুলিশি নিষ্ক্রিয়তার জন্য দুষ্কৃতীদের এমন বাড়-বাড়ন্ত বলে অভিযোগ শহরবাসীর একাংশ ও ব্যবসায়ীদের। ওষুধ ব্যবসায়ীকে গুলি করার ঘটনার প্রতিবাদ করেছে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন ‘বেঙ্গল কেমিষ্ট অ্যান্ড ড্রাগিস্ট আ্যসোসিয়েশন’-এর আসানসোল শাখা সংগঠনের সভাপতি তপন দাঁ। তিনি বলেন, “আমরা এই ঘটনার নিন্দা করছি। পুলিশের কাছে দুষ্কৃতীদের দ্রুত ধরার দাবি করেছি।” তাঁর অভিযোগ, এ ভাবে এলাকার ব্যবসায়ীরা আক্রান্ত হলে এলাকার অর্থনীতিতে প্রভাব পড়বে। আসানসোল বণিকসভার সভাপতি সুব্রত দত্ত জানান, তাঁরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতীদের ধরার দাবিতে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবেন।

কমিশনারেটের এক আধিকারিক জানান, তদন্তে নেমে প্রাথমিক ভাবে তাঁদের মনে হয়েছে, যারা গুলি চালিয়েছে তারা ওই ব্যবসায়ীর পূর্বপরিচিত। তা থেকেই পুলিশের অনুমান, পারিবারিক বিবাদ বা ব্যবসায়িক শত্রুতার জেরে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ীর আত্মীয়-পরিজন ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হবে। এডিসিপি (সেন্ট্রাল) বিশ্বজিৎ ঘোষ বলেন, “প্রাথমিক তদন্তে বেশ কিছু তথ্য হাতে এসেছে। আশা করি, দুষ্কৃতীরা শীঘ্র ধরা পড়বে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

criminal businessman anger asansol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE