তফসিলি জাতি ও জনজাতি অংশের জন্য রাজ্য বাজেটের একগুচ্ছ ঘোষণা একটি সুচিন্তিত রাজনৈতিক পদক্ষেপ বলে মনে করছেন পর্যবেক্ষকদের অনেকেই। তাঁদের ধারণা, লোকসভা নির্বাচনে হাতছাড়া এই অংশের ভোট সংহত করে টেনে আনতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে এবারের বাজেটে ঘোষিত দুটি পেনশন প্রকল্পে এই অংশের মানুষকে সরাসরি সরকারি সুবিধার আওতায় আনতে চেয়েছে রাজ্য সরকার। এরই পাশাপাশি রাজ্য বাজেটকে সামনে রেখে বঞ্চনার অভিযোগে কেন্দ্রীয় সরকারকে আক্রমণও করেছেন মুখ্যমন্ত্রী।
তফসিলি জাতি ও জনজাতি অংশের ষাটোর্ধ্ব মানুষের জন্য পেনশন প্রকল্প চালু করবে রাজ্য সরকার। দুটি আলাদা নামের এই প্রকল্পে দুই অংশের এই মানুষ ১০০০ টাকা করে মাসিক পেনশন পেতে পারেন। তফসিলি জাতির জন্য প্রস্তাবিত প্রকল্পটির নাম ‘বন্ধু।’ আর জনজাতি অংশের জন্য প্রস্তাবিত এই প্রকল্পের নাম ‘জয় জহার’ প্রকল্প। এই প্রকল্পের সুবিধা পাবেন মতুয়া সম্প্রদায়ের লোকেরাও। বাজেট বক্তৃতার পরে সাংবাদিক বৈঠকে এই প্রকল্প সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘‘তফসিলি জাতি ও জনজাতি অংশের এই পেনশন প্রকল্পের জন্য আয়ের উর্ধ্বসীমা থাকছে না।’’
গত লোকসভা ভোটে রাজ্যের তফসিলি জাতির জন্য সংরক্ষিত ৬৮ টি আসনের ৩৩ টিতে এবং জনজাতিদের জন্য সংরক্ষিত ১৬ টি আসনের ১৩ টিতে এগিয়ে ছিল বিজেপি। এই অংশের ভোট ফেরাতে সরকারের এই প্রকল্প কাজে আসবে বলে মনে করছেন শাসকদলের শীর্ষনেতারা। লোকসভা ভোটের ফল পর্যালোচনায় তফসিলি জাতি ও জনজাতি অংশের জন্য সংরক্ষিত আসন সম্পর্কে তৃণমূলকে সতর্ক করেছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি এই পেনশন চালুর সিদ্ধান্তও নিল রাজ্য সরকার। তপসিলি জাতি ও জনজাতি অংশের জন্য এদিন আলাদা বিশ্ববিদ্যালয় তৈরির সিদ্ধান্তও ঘোষণা করা হয়েছে।