Advertisement
০৫ মে ২০২৪

মুসলিম মন জয়ে এ বার নজর বিজেপি-র

তাৎক্ষণিক তিন তালাক প্রথার বিরুদ্ধে দেশজোড়া আন্দোলন, ওই প্রথা তুলে দিতে মোদী সরকারের উদ্যোগ উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে সুফল দিয়েছে বলে মনে করে বিজেপি

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

রোশনী মুখোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৮ ০৩:৫৪
Share: Save:

তাৎক্ষণিক তিন তালাক প্রথার বিরুদ্ধে দেশজোড়া আন্দোলন, ওই প্রথা তুলে দিতে মোদী সরকারের উদ্যোগ উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে সুফল দিয়েছে বলে মনে করে বিজেপি। সেই ধারাতেই এ বার পিতার সম্পত্তিতে মুসলিম মহিলাদের পুরুষের সমান এবং অনায়াস অধিকারের দাবি নিয়ে লোকসভা ভোটের আগে সরব হতে চলেছে পশ্চিমবঙ্গ বিজেপি। শাসক তৃণমূল অবশ্য একে বিজেপি-র ‘বিভাজনের কৌশল’ হিসাবেই দেখছে।

রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, ‘‘এ বিষয়ে প্রচার আন্দোলন শুরু করেছি। ধীরে ধীরে বিক্ষোভ আন্দোলনে যাওয়া হবে। অন্য রাজ্যে মুসলিম পার্সোনাল ল-র বাইরে গিয়ে মহিলাদের বাবার সম্পত্তিতে পুরুষের সমান অধিকার দেওয়া হয়। এ রাজ্যেও এই ব্যবস্থা চালু করতে চাই।’’

রাজ্য বিজেপি-র একাংশের ব্যাখ্যা, দলীয় নেতৃত্ব বুঝতে পারছেন, এ রাজ্যের প্রায় ৩০% মুসলিম ভোটকে সম্পূর্ণ উপেক্ষা করে নির্বাচনে জেতা সম্ভব নয়। কিন্তু লোকসভা ভোটে অন্তত ২২টি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে নামা হচ্ছে। বস্তুত, অ-বিজেপি রাজ্য থেকে আসন না বাড়ালে লোকসভা ভোটে বিজেপি-র পক্ষে ফের জেতাও কঠিন। কারণ বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রতিষ্ঠান বিরোধী আবহাওয়ার কারণে তাদের আসন বাড়ার সম্ভাবনা কম। এই প্রেক্ষিতেই উত্তরপ্রদেশের রসায়নে এ রাজ্যেও মুসলিম মহিলাদের মন পাওয়ার চেষ্টা করছে দল। তাৎপর্যপূর্ণ হল, গত ২৭ জুন কলকাতা এবং হাওড়ায় একাধিক দলীয় বৈঠকে রাজ্য নেতৃত্বকে চাঙ্গা করতে ‘উত্তরপ্রদেশ মডেল’-এর উদাহরণ দিয়েছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহও।

প্রতাপবাবু এ দিন আরও বলেন, ‘‘লোকসভা ভোটের ময়দানে আমরা এটাও বলব যে, বিধানসভায় জিতলে আমাদের সরকার এ রাজ্যের মুসলিম মহিলাদের পৈতৃক সম্পত্তিতে পুরুষের সমান অধিকার দেবে।’’ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য বলেন, ‘‘আমাদের রাজ্যে এ রকম কোনও সামাজিক সমস্যা নেই। সাম্প্রদায়িক তাস খেলা ছাড়া বিজেপি-র আর কোনও কাজ নেই। তাই ওরা জোর করে এ সব সমস্যা দেখাতে চাইছে। কিন্তু এ সব বিভাজনের কৌশল করে বাংলায় ভোট জেতা যাবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE