Advertisement
২০ মে ২০২৪

অনুপ্রবেশ ঠেকাতে সিসিটিভি বসছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে

বহিরাগতদের হুটহাট প্রবেশ আটকাতে কিছু দিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফটকে পরিচয়পত্র পরীক্ষার কাজে নেমে পড়েছিলেন তখনকার অস্থায়ী রেজিস্ট্রার। নতুন অস্থায়ী রেজিস্ট্রার রাজাগোপাল ধর চক্রবর্তী সোমবার জানান, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে অবাঞ্ছিত অনুপ্রবেশ ঠেকাতে আরও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ০৩:২১
Share: Save:

বহিরাগতদের হুটহাট প্রবেশ আটকাতে কিছু দিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফটকে পরিচয়পত্র পরীক্ষার কাজে নেমে পড়েছিলেন তখনকার অস্থায়ী রেজিস্ট্রার। নতুন অস্থায়ী রেজিস্ট্রার রাজাগোপাল ধর চক্রবর্তী সোমবার জানান, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে অবাঞ্ছিত অনুপ্রবেশ ঠেকাতে আরও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপত্তায় অতন্দ্র নজরদারির জন্য ক্লোজ্‌ড সার্কিট টিভি ক্যামেরা বসানো হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে।

রাজাগোপালবাবু এ দিনই নতুন পদের দায়িত্ব বুঝে নিয়েছেন। পরে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্যাম্পাসেই নিয়মিত পরিচয়পত্র যাচাইয়ের ব্যবস্থা করা হবে। বাইরে থেকে যাঁরা আসবেন, তাঁদের প্রয়োজনীয় সব তথ্য লিখতে হবে দ্বাররক্ষীদের কাছে রাখা রেজিস্টারে। আঁটোসাঁটো নিরাপত্তার জন্য ক্লোজ্ড সার্কিট টিভি ক্যামেরা বসানো হবে প্রতিটি ক্যাম্পাসের প্রয়োজনীয় সব জায়গায়। তিনি বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় পড়াশোনা আর গবেষণার জায়গা। সেখানকার পরিবেশ কোনও ভাবেই নষ্ট হতে দেওয়া যায় না।’’

সাম্প্রতিক কালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের পরিবেশ বারবার উত্তপ্ত হয়েছে এবং প্রতি বারেই আঙুল উঠেছে বহিরাগতদের দিকে। জানুয়ারিতে ছাত্র সংসদের নির্বাচনের আগে তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি-র গোষ্ঠী-দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস। বহিরাগতেরা ঢুকে পড়ায় চূড়ান্ত অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দুই গোষ্ঠীর কাজিয়ায় রক্তাক্ত হয়েছিল শাসক দলেরই ছাত্র সংগঠন। তার পরে বিশ্ববিদ্যালয়-চত্বরে এবং বিভিন্ন হস্টেলে অস্থায়ী ক্লোজ্ড সার্কিট ক্যামেরা বসিয়ে ছাত্র সংসদের ভোট পর্ব সারতে হয়েছিল।

মাস দুয়েক চুপচাপ থাকার পরে চলতি মাসের গোড়ার দিকে আবার টিএমসিপি-র গোষ্ঠী-কোন্দল প্রকাশ্যে চলে আসে। অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে বহিরাগতেরা ঢুকে পড়েছে। নতুন রেজিস্ট্রার এ দিন বলেন, ‘‘পড়ুয়ারা আমার সঙ্গে দেখা করতে এসে বাইরের লোকেদের ওই ক্যাম্পাসে ঢোকার কথা জানিয়েছেন।’’ এই পরিস্থিতিতেই প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার।

নজরদারি বাড়ানো হচ্ছে শিক্ষক-শিক্ষাকর্মী থেকে আধিকারিক পর্যন্ত সকলের হাজিরার উপরেও। নতুন রেজিস্ট্রার জানান, শিক্ষক হোন বা কর্মী কিংবা অফিসার, সকলেই যাতে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত হন, সেটা সুনিশ্চিত করা হচ্ছে।

গত বছর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব হয়নি। এ বার সমাবর্তন যাতে তাড়াতাড়ি করা যায়, তিনি সেই চেষ্টা করবেন এ দিন আশ্বাস দেন নতুন রেজিস্ট্রার। রাজাগোপালবাবু জানান, বিশ্ববিদ্যালয়ে ইদানীং যখন-তখন নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠছে। যাবতীয় দুর্নীতি আটকানোর যথাসাধ্য চেষ্টা করবেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Calcutta University CCTV Camera Trespass
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE