একই দিনে কলকাতা থেকে আসানসোলে নিয়ে গিয়ে আবার সেখান থেকে কলকাতায় ফিরিয়ে আনতে হল তাঁকে। গরু ও কয়লা পাচারের মামলায় অভিযুক্ত বিকাশ মিশ্র গ্রেফতার হওয়ার পরে অসুস্থ হিসেবে বেশ কিছু দিন হাসপাতালে ছিলেন। শুক্রবার সেই জোড়া মামলায় দু’রকম নির্দেশের জেরে দিনভর চলল দৌড়ঝাঁপ।
বিকাশকে এ দিন কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে আসানসোলে নিয়ে যাওয়া হয়েছিল। আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হলে কয়লা পাচারের মামলায় তাঁকে ১৪ দিন জেল হেফাজত রাখার নির্দেশ দেওয়া হয়। আবার গরু পাচার কাণ্ডে তাঁকে ১০ দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠান ওই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। এই নির্দেশ পেয়ে তাঁকে ফের কলকাতার নিজ়াম প্যালেসে সিবিআইয়ের আঞ্চলিক সদর দফতরে নিয়ে যাওয়া হয়। ১৮ এপ্রিল বিকাশকে আবার আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক।
বিকাশ কয়লা ও গরু পাচারে অন্যতম মূল অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই। বিনয় ভারত ছেড়ে ভানাটু নামে প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপে আশ্রয় নিয়েছেন। বিকাশকে এ দিন সশরীরে আদালতে তোলার নির্দেশ দিয়েছিলেন বিচারক। বিকাশের জামিনের আর্জি জানিয়ে তাঁর আইনজীবী সোমনাথ চট্টরাজ সওয়াল করেন, কয়লা পাচারের মামলায় তাঁর মক্কেল প্রায় ১২০ দিন সিবিআই হেফাজতে রয়েছেন। তাই তাঁকে জামিন দেওয়া হোক। সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার জানান, বিকাশ হেফাজতের বাইরে থাকলে এই মামলা প্রভাবিত হতে পারে। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারক কয়লা পাচার কাণ্ডে বিকাশকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।