বাংলায় শিল্প আসছে। তবে সেই শিল্পের জন্য তাঁর সরকার জোর করে জমি অধিগ্রহণ করবে না। বিধানসভায় মঙ্গলবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রসঙ্গে তিনি ঘোষণা করেন, ডেউচা পাচামি প্রকল্প নিয়ে মমতার সরকার কোনও জেদাজেদিতে যাবে না, বরং সকলে আস্থা অর্জন করেই শিল্প স্থাপনে উদ্যোগী হবে। মঙ্গলবার বিধানসভায় রাজ্যে শিল্প স্থাপন নিয়ে বক্তৃতায় মমতা টেনে আনেন বামফ্রন্ট সরকারের আমলে ঘটে যাওয়া সিঙ্গুর প্রসঙ্গ। মমতা বলেন, ‘‘এখানে সিঙ্গুরের মতো জেদাজেদি হবে না। সকলের আস্থা অর্জন করেই শিল্প স্থাপনের কাজ হবে। রাজ্য সরকার পুনর্বাসনের প্যাকেজ ঘোষণা করেছে তারপর কারও কোনও বক্তব্য থাকলে তা শোনা হবে। এখানে কোনও ইগোর ব্যাপার নেই। প্রকল্প রূপায়িত হলে বিদ্যুতের দাম কমে যাবে। রাজ্যের মানুষের সুবিধা হবে।’’
প্রসঙ্গত, একটি অংশের বক্তব্য ডেউচা পাচামিতে জমি অধিগ্রহণ নিয়ে সেখানকার স্থানীয়দের একাংশের মধ্যে খানিক অসন্তোষ তৈরি হয়েছিল। অনেকেই জমি দেবেন কি না, তা নিয়ে দ্বিধায় পড়েছিলেন। প্রকল্প যে অঞ্চলে রূপায়িত হবে, তার একটি বড় অংশে আদিবাসীদের বাস। এক সময়ে সেই আদিবাসীদেরই একাংশ উষ্মা প্রকাশ করেন। প্রকল্প নিয়ে তৎকালীন মুখ্যসচিব রাজীব সিংহ মহম্মদ বাজারে বৈঠক করতে গেলে তাঁরা স্মারকলিপিও জমা দেন তাঁর কাছে। পরে যদিও বিষয়টি স্তিমিত হয়ে যায়। সেই আবহেই মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে মুখ্যমন্ত্রীর এই প্যাকেজ ঘোষণার পর এলাকাবাসীর একাংশ বলছেন, প্যাকেজ ভাল করে দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।