Advertisement
০৩ মে ২০২৪

স্যালাইনের গাড়ি উল্টে জখম শিশু

মাত্র কয়েক দিন আগেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হাসপাতালে স্যালাইনের চ্যানেল কাটতে গিয়ে এক শিশুর আঙুল কেটে ফেলেছিলেন এক নার্স। তাই নিয়ে রাজ্য জুড়ে হইচই পড়ে।

আহত শিশু। — নিজস্ব চিত্র

আহত শিশু। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি ও শিলিগুড়ি শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৫ ০৩:৩১
Share: Save:

মাত্র কয়েক দিন আগেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হাসপাতালে স্যালাইনের চ্যানেল কাটতে গিয়ে এক শিশুর আঙুল কেটে ফেলেছিলেন এক নার্স। তাই নিয়ে রাজ্য জুড়ে হইচই পড়ে। ওই শিশুকন্যার বাবাকে রাতারাতি সরকারি চাকরিও দিয়ে দেয় রাজ্য সরকার। এ বার জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে এক শিশুর গায়ের কাছে স্যালাইনের প্যাকেট বোঝাই একটি ভ্যান রিকশা উল্টে পড়ে। আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের বাসিন্দা রাজু সরকার নামে বছর পাঁচেকের ওই শিশুটির কোমরে চোট লেগেছে। মঙ্গলবার তাকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

রাজুর পিসি এই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে দেখতেই এ দিন রাজু বাবা-মায়ের সঙ্গে হাসপাতালে যায়। মায়ের সঙ্গে সে দাঁড়িয়ে ছিল এক তলার বারান্দায়। তখনই স্যালাইনের প্যাকেট ভরা ভ্যান রিকশাটি একটি ঢালু জায়গা ধরে ওই বারান্দায় তোলা হচ্ছিল। হঠাৎই সেটি উল্টে গিয়ে রাজুর উপরে পড়ে স্যালাইন ভর্তি বাক্সগুলি। উপস্থিত সকলে বাক্স সরিয়ে তাকে বার করে আনে। তারপরে তাকে ওই হাসপাতালেরই অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Child Jalpaiguri hospital hospital doctor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE