Advertisement
১৯ এপ্রিল ২০২৪
মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৮:২৫
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৮:০৯ key status

২ ঘণ্টার পরীক্ষা

ভোকেশনাল শিক্ষার সব ক’টি বিষয়, স্বাস্থ্য এবং শারীরশিক্ষা, সঙ্গীত এবং ভিসুয়াল আর্ট পরীক্ষা হবে ২ ঘণ্টার। 

timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৬:৪৬ key status

পরীক্ষা শেষ হচ্ছে ২৭ এপ্রিল

এর আগের সময়সূচিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৬ এপ্রিল। এখন তা শেষ হতে চলেছে ২৭ এপ্রিল।

Advertisement
timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৬:৩৫ key status

রাজ্য জয়েন্ট পরীক্ষার দিন ঘোষণা

পশ্চিমবঙ্গে জয়েন্ট পরীক্ষার দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ৩০ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের জয়েন্ট পরীক্ষা হবে বলেই মমতা জানান।

timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৬:৩৩ key status

পরীক্ষার সময়

উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫।

timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৬:২৯ key status

২৭ এপ্রিল (বুধবার)

উচ্চ মাধ্যমিকের নতুন সময়সূচিতে জীববিদ্যার পরীক্ষা হবে ২৭ এপ্রিল। বললেন মুখ্যমন্ত্রী। জীববিদ্যা ছাড়াও বিজনেস স্টাডিজ এবং রাষ্ট্রবি়জ্ঞান পরীক্ষা ২৭ এপ্রিল।

timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৬:২৮ key status

২৬ এপ্রিল (মঙ্গলবার)

উচ্চ মাধ্যমিকের নতুন সময়সূচিতে রসায়ন পরীক্ষা হবে ২৬ এপ্রিল। জানালেন মুখ্যমন্ত্রী। রসায়ন ছাড়াও সাংবাদিকতা এবং গণজ্ঞাপন, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি পরীক্ষা হবে ২৬ এপ্রিল।

Advertisement
timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৬:২৬ key status

২৩ এপ্রিল (শনিবার)

উচ্চ মাধ্যমিকের নতুন সময়সূচিতে স্ট্যাটিসটিকস পরীক্ষা হবে ২৩ এপ্রিল। স্ট্যাটিসটিকস ছাড়াও ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট পরীক্ষা হবে ২৩ এপ্রিল।

timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৬:২৫ key status

২২ এপ্রিল (শুক্রবার)

উচ্চ মাধ্যমিকের নতুন সময়সূচিতে পদার্থবিদ্যার পরীক্ষা হবে ২২ এপ্রিল। পদার্থবিদ্যা ছাড়াও পুষ্টিবিদ্যা, এডুকেশন এবং অ্যাকাউন্ট্যান্সি-র পরীক্ষা হবে ২২ এপ্রিল।

timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৬:২৩ key status

২০ এপ্রিল (বুধবার)

নতুন সময়সূচিতে ২০ এপ্রিল কমার্শিয়াল ল পরীক্ষা হওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। কমার্শিয়াল ল ছাড়াও দর্শন এবং সমাজবিজ্ঞান পরীক্ষা হবে ২০ এপ্রিল।

timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৬:২২ key status

১৯ এপ্রিল (মঙ্গলবার)

নতুন সময়সূচিতে ১৯ এপ্রিল কম্পিউটার সায়েন্স পরীক্ষা হওয়ার কথা ঘোষণা।  কম্পিউটার সায়েন্স ছাড়াও মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশবিদ্যা, স্বাস্থ্য এবং শারীরশিক্ষা, সঙ্গীত, ভিসুয়াল আর্ট পরীক্ষা ১৯ এপ্রিল।

timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৬:২০ key status

১৮ এপ্রিল (সোমবার)

নতুন সময়সূচিতে ১৮ এপ্রিল উচ্চ মাধ্যমিকের অর্থনীতি-র পরীক্ষা হবে বলে জানান মমতা।

timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৬:১৯ key status

১৬ এপ্রিল (শনিবার)

নতুন সময়সূচিতে ১৬ এপ্রিল উচ্চ মাধ্যমিকের গণিতের পরীক্ষা হবে বলে জানালেন মমতা। গণিত ছাড়াও মনোবিদ্যা, নৃতত্ত্ববিদ্যা, কৃষিবিদ্যা, ইতিহাসের পরীক্ষা ১৬ এপ্রিল।

timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৬:১৬ key status

৫ এপ্রিল (মঙ্গলবার)

ভোকেশনাল শিক্ষার সব ক’টি বিষয়।

timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৬:১৬ key status

৪ এপ্রিল (সোমবার)

বাংলা (দ্বিতীয় ভাষা), ইংরেজি (দ্বিতীয় ভাষা),  হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা), অল্টারনেটিভ ইংরেজি

timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৬:১৫ key status

২ এপ্রিল (শনিবার)

বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা),  হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাতি, পঞ্জাবি।

timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৬:১৩ key status

কমিশনের কিছু বিষয় মাথায় রাখা উচিত ছিল: মুখ্যমন্ত্রী

উচ্চ মাধ্যমিকের কথা মাথায় রেখে নির্বাচন করানোর আগে পরীক্ষার সময়সূচি দেখে নেওয়া উচিত ছিল কমিশনের। পাঁচ রাজ্যের নির্বাচনের সঙ্গে পশ্চিমবঙ্গের উপনির্বাচন হওয়া উচিত ছিল। ভোটের সময় বিভিন্ন স্কুলে বাহিনী থাকবে এবং সেটা কমিশনের মাথায় রাখা উচিত ছিল। বললেন মুখ্যমন্ত্রী। 

timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৬:০৯ key status

পরীক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

উচ্চ মাধ্যমিকের সময়সূচি বারবার বদলানোর জন্য পরীক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী।

timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৬:০৪ key status

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি বদল

উপনির্বাচনের জন্য উচ্চ মাধ্যমিকের সময়সূচি বদল। বালিগঞ্জ এবং আসানসোলে উপনির্বাচনের জন্য সময়সূচিতে বদল।

timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৪:২৪

উচ্চ মাধ্যমিকের রুটিন বদলের পর বদলে যায় জয়েন্টের সূচিও

জাতীয় পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত জয়েন্টের প্রথম রুটিনেও উচ্চমাধ্যমিকের সঙ্গে এক দিনে পরেছিল বেশ কয়েকটি পরীক্ষার দিন। তারপরে একবার রুটিন বদলেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার পর হঠাৎই কেন্দ্রীয় সংস্থাটি জয়েন্টের পরীক্ষা পিছিয়ে দেয়। ফলে উচ্চ মাধ্যমিকের নতুন রুটিনে ২৫ এপ্রিল যে স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট-এর পরীক্ষা ছিল, তার পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। প্রশ্ন ওঠে তবে কি উচ্চ মাধ্যমিকের রুটিন আবার বদলাতে হবে? 

timer শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৪:১৭

একই দিনে জয়েন্ট এবং উচ্চমাধ্যমিক

জয়েন্ট এন্ট্রান্স মেনের নতুন সময়সূচি অনুযায়ী এপ্রিল মাসের ২১, ২৪, ২৫, ২৯ তারিখ এবং মে মাসের ১ এবং ৪ তারিখ পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ২৫ এপ্রিল উচ্চ মাধ্যমিকেরও পরীক্ষা রয়েছে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE