অতিমারির দেশজোড়া দাপটের মুখে সিবিএসই-র পথেই আইসিএসই-র (দশম) বোর্ড পরীক্ষা বাতিল করে দিল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্জ়ামিনেশন বা সিআইএসসিই। কাউন্সিলের সচিব জেরি অ্যারাথুন মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলেন, “গত ১৬ এপ্রিলের বিজ্ঞপ্তিতে আইসিএসই পরীক্ষা নিয়ে যে-নির্দেশিকা জারি করা হয়েছিল, তা বাতিল করা হল। তবে আইএসসি (দ্বাদশ) সম্পর্কে আগেকার বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে, তা বহাল থাকবে।” সেই সঙ্গে বোর্ড-সচিবের আশ্বাস, দশম শ্রেণির পরীক্ষা বাতিল হলেও বোর্ডের নির্দিষ্ট পদ্ধতিতে পড়ুয়াদের ঠিকঠাক মূল্যায়নই করা হবে।
পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কী ভাবে হবে, সেই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এ দিন পর্যন্ত নতুন করে কিছু বলেনি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা জুনে। কিছুটা সময় আছে। পরিস্থিতি বিচার-বিবেচনা করে যথাসময়েই সিদ্ধান্ত নেওয়া হবে।
আইসিএসই এবং আইএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আগামী ৪ মে। কিন্তু সারা দেশেই করোনা সংক্রমণ বাড়তে থাকায় ওই দু’টি পরীক্ষা হবে কি না, সেই বিষয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বেশ কয়েকটি রাজ্যে করোনা পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, সেখানকার পড়ুয়ারা পরীক্ষা কেন্দ্রে গিয়ে কী ভাবে পরীক্ষা দেবেন, উঠছে সেই প্রশ্নও।