সপ্তাহ দুয়েক আগে থেকে সম্ভাবনাটা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষদের একাংশের আশঙ্কাই সত্যি হল। এ রাজ্যের বিভিন্ন হাসপাতালে কর্মরত মণিপুরের বাসিন্দা ১৮৫ জন নার্স ইতিমধ্যে বাড়ি চলে গিয়েছেন। শহরের বেসরকারি স্বাস্থ্য পরিষেবার অন্দরের খবর, ত্রিপুরা এবং ওড়িশার নার্সরাও একই পথে হাঁটতে চলেছেন। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষগুলির বক্তব্য, অবিলম্বে এই সমস্যার সমাধান না-করলে সব ধরনের রোগীদেরই পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে যাবে।
আমরি গ্রুপের সিইও তথা অ্যাসোসিয়েশন অব হসপিটালস অব ইস্টার্ন ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট রূপক বড়ুয়া জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে আজ, শনিবারই সরকারকে চিঠি দেবেন। তাঁর কথায়, ‘‘আমাদের আশঙ্কা, এর পরে অন্য রাজ্যের বাসিন্দা নার্সেরাও একই পথ অনুসরণ করতে পারেন। তার ফল হবে মারাত্মক।’’ প্রশাসনের এক শীর্ষ আধিকারিক এ দিন বলেন, ‘‘এ বিষয়ে লিখিত ভাবে জানানো হলে আমরা খতিয়ে দেখব। বিপর্যয় মোকাবিলা আইনের সাহায্য নিয়ে কী ভাবে এর মোকাবিলা করা যায়, সরকার সেটা দেখবে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সরাসরি জড়িত কর্মীরা আদৌ চলে যেতে পারেন কি না, সেটাও দেখা দরকার।’’
একের পর এক নার্স-স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে এ রকম পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান করছিলেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষদের একাংশ। তাঁদের পর্যবেক্ষণ ছিল, যাবতীয় সাবধানতা অবলম্বন করেও নার্স-স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ রাজ্যে বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে নার্সদের একটি বড় অংশ ভিন্ রাজ্যের বাসিন্দা। কলকাতায় করোনা-সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় তাঁদের পরিজনেরা সন্তানের কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পাশাপাশি, কোনও হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের করোনা ধরা পড়েছে জানার পরে সমাজের একাংশের কাছে যে দুর্ব্যবহার তাঁরা পেয়েছেন, তাতেও অভিভাবকদের উদ্বেগ বেড়েছে।