Advertisement
০৩ মে ২০২৪
উদ্ধার খড়্গপুরে

ট্রেনের কামরায় মৃত বৃদ্ধ, ব্যাগে মিলল প্রায় কোটি টাকা ও সোনার বিস্কুট

তিরবেগে ছুটছে ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস। ট্রেনের কামরায় টহল দিচ্ছেন রেল সুরক্ষা বাহিনীর টাটানগর-খড়্গপুর শাখার জওয়ানরা। এস-৪ কামরায় এসে হোঁচট খেলেন সাব-ইন্সপেক্টর লাখরাম নাগ। দেখলেন, ১৫ নম্বর লোয়ার বার্থে শুয়ে থাকা বৃদ্ধের পা নীচে ঝুলছে।

টাকা গুনতে ব্যস্ত রেলের কর্মীরা। ইনসেটে, মৃত সুভাষচন্দ্র সুরানার ড্রাইভিং লাইসেন্স। এ থেকেই জানা যায় তাঁর পরিচয়। নিজস্ব চিত্র।

টাকা গুনতে ব্যস্ত রেলের কর্মীরা। ইনসেটে, মৃত সুভাষচন্দ্র সুরানার ড্রাইভিং লাইসেন্স। এ থেকেই জানা যায় তাঁর পরিচয়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০০:৪৭
Share: Save:

তিরবেগে ছুটছে ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস। ট্রেনের কামরায় টহল দিচ্ছেন রেল সুরক্ষা বাহিনীর টাটানগর-খড়্গপুর শাখার জওয়ানরা। এস-৪ কামরায় এসে হোঁচট খেলেন সাব-ইন্সপেক্টর লাখরাম নাগ। দেখলেন, ১৫ নম্বর লোয়ার বার্থে শুয়ে থাকা বৃদ্ধের পা নীচে ঝুলছে। লাখরাম তাঁকে পা তুলে নিতে বললেন বটে, কিন্তু সাড়া মিলল না। খবর গেল খড়্গপুর কন্ট্রোল রুমে। ট্রেন খড়্গপুর স্টেশনে পৌঁছনোর পরে চিকিৎসক এসে জানালেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ট্রেন থেকে নামানো হল দেহ। সঙ্গে বৃদ্ধের দু’টি ব্যাগও। আর তা খুলতেই চক্ষু চড়কগাছ। ভেতরে থরে থরে সাজানো টাকার বান্ডিল!

রেলের লোকজন নোটগুলো গোনার পরে বিস্ময় আরও বাড়ে। টাকার অঙ্কটা এক কোটি ছুঁইছুঁই। ব্যাগ থেকে এক কিলোগ্রাম ওজনের তিনটি সোনার বিস্কুটও মিলেছে। তবে তার রসিদ আছে।

শনিবারের এই ঘটনায় খড়্গপুর স্টেশনে আলোড়ন পড়ে। সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে জানা গিয়েছে, মৃতের নাম সুভাষচন্দ্র সুরানা (৬৫)। ছত্তীসগঢ়ের হালোয়াই লাইনের বাসিন্দা ওই বৃদ্ধ রায়পুর থেকে হাওড়া আসছিলেন। ঠিক কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে তা জানতে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে ট্রেনের সাধারন স্লিপার কোচে এক যাত্রীর কাছে এত টাকা কেন ছিল সেই ধন্দ কাটেনি। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ভট্টাচার্য বলেন, “মৃত ওই ব্যক্তির দু’টি ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গিয়েছে। রেল পুলিশ ও রেল সুরক্ষা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।’’ রেল সূত্রে খবর, সুভাষবাবুর বাড়িতে সব জানানো হয়েছে। তাঁর পরিজনেরা খড়্গপুর রওনা দিয়েছেন।

এ দিন সকালে টাটানগর স্টেশন থেকে রেল সুরক্ষা বাহিনীর টহলদারি দল গীতাঞ্জলি এক্সপ্রেসে উঠেছিল। বাহিনীর নেতৃত্বে থাকা সাব-ইন্সপেক্টর লাখরাম নাগের ধাক্কা লাগে সুভাষবাবুর পায়ে। ডাকাডাকিতেও রা না কাড়ায় প্রথমে বৃদ্ধকে সংজ্ঞাহীন ভাবা হয়েছিল। পরে জানা যায় তিনি মৃত। লাখরাম বলছিলেন, “সকালে নিয়মমতো টাটানগর থেকে কাজ শুরু করেছিলাম। বেলা ১০টা ৫০ নাগাদ খড়্গপুরে ট্রেন ঢোকার আগে ওই বৃদ্ধের পায়ে হোঁচট খেলাম। তারপর এই কাণ্ড।’’

রেল সুরক্ষা বাহিনীর খড়্গপুর পোস্টের ওসি কমলেশ সমাদ্দার জানিয়েছেন, সুভাষবাবুর ব্যাগে মোট ৯৯ লক্ষ ৩ হাজার ৪৯০ টাকা পাওয়া গিয়েছে। বেশিরভাগই পাঁচশো টাকার নোট। অত টাকা গুনতে এ দিন হিমশিম খান রেলের কর্মীরা। রেল পুলিশ ও রেল সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে খড়্গপুরের স্টেশন ম্যানেজারের অফিসঘরে কমার্শিয়াল বিভাগের কর্মীদের দিয়ে টাকা গোনার ব্যবস্থা হয়। রেলের নিয়ম অনুযায়ী অবশ্য ট্রেন যাত্রায় এত টাকা সঙ্গে রাখা যায় না। রেল পুলিশের আইসি শুভাশিস বণিক বলেন, “ট্রেনে ৫০হাজার টাকার বেশি নিয়ে যাত্রা করা যায় না। তার বেশি টাকা নিয়ে যেতে হলে ব্যাঙ্কের অনুমতি নিতে হয়। সঙ্গে প্যান কার্ড থাকাও জরুরি।’’ কিন্তু সুভাষবাবুর কাছে সেই সব কাগজপত্র পাওয়া যায়নি বলেই রেল পুলিশ সূত্রে খবর।

রেল সুরক্ষা বাহিনীর ওসি কমলেশবাবু বলেন, ‘‘ব্যাঙ্কের মাধ্যমে টাকা লেনদেনে করের হ্যাপা রয়েছে। তাই আইন ভেঙে অনেকেই এ ভাবে টাকা নিয়ে যাচ্ছে। কিন্তু এত পরিমাণ টাকা নিয়ে এই বৃদ্ধ স্লিপার কামরায় কেন যাত্রা করছিলেন তা আমাদের ভাবাচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Senior man Bag Money Police Train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE