Advertisement
E-Paper

ভাঙড়ের ঘটনায় কাঠগড়ায় এ বার সেই শিক্ষিকাই

আরাবুল ইসলামের বিরুদ্ধে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে লিখিত অভিযোগ জানালেন ভাঙড়ের নারায়ণপুর হাইস্কুলের সেন্টার ইন চার্জ গোপা রায়। তবে ওই অভিযোগের ভিত্তিতে এখনই তদন্ত হচ্ছে না। সংসদ সভাপতি মহুয়া দাস শনিবার জানান, ২৮ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে ওই ঘটনার তদন্ত হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৪ ০৩:৪১

আরাবুল ইসলামের বিরুদ্ধে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে লিখিত অভিযোগ জানালেন ভাঙড়ের নারায়ণপুর হাইস্কুলের সেন্টার ইন চার্জ গোপা রায়। তবে ওই অভিযোগের ভিত্তিতে এখনই তদন্ত হচ্ছে না। সংসদ সভাপতি মহুয়া দাস শনিবার জানান, ২৮ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে ওই ঘটনার তদন্ত হবে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে বহিরাগত ঢুকে পড়া, সংবাদমাধ্যমে মুখ খোলার জেরে গোপাদেবীকে শো-কজ করা হতে পারে বলে এ দিনই জানিয়ে দিয়েছেন সংসদ সভাপতি মহুয়া দাস।

শুক্রবার উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা চলার সময় ওই স্কুলে ঢুকে আরাবুল পরীক্ষার্থীদের নির্ভয়ে পরীক্ষা দিতে বলেন এবং কিছু না পারলে শিক্ষক-শিক্ষিকারা উত্তর বলে দেবেন বলেও তাদের আশ্বাস দেন বলে অভিযোগ। গোপাদেবীকে গালাগালি দেওয়ার অভিযোগও উঠেছে তৃণমূলের ওই নেতার বিরুদ্ধে।

আরাবুল অবশ্য শিক্ষিকাকে গালি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, পরীক্ষা কেন্দ্রে সব ব্যবস্থা ঠিকঠাক আছে কি না, তা দেখতেই সেখানে গিয়েছিলেন। মিথ্যে অভিযোগে তাঁকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ আরাবুলের। যদিও পরীক্ষা প্রশাসনের সঙ্গে কোনও ভাবে যুক্ত না হয়েও পরীক্ষা চলাকালীন তিনি ব্যবস্থাপনাই বা দেখতে ঢুকলেন কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জবাবে শনিবার আরাবুল শুধু বলেন, “আমি ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সভাপতি।”

বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র এ দিন ভাঙড়ের পরীক্ষা কেন্দ্রের ওই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “এখন যে আরাবুলরা অনৈতিক ভাবে পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়ছে, তা থেকেই বোঝা যাচ্ছে নির্বাচনে কী হবে!”

সংসদ সভাপতি এ দিন জানিয়েছেন, ঘটনার তদন্তের জন্য কমিটি গড়া হবে। তিনি জানান, ২৮ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে তদন্তের কাজ শুরু করবে ওই কমিটি। সংসদ সভাপতি এ কথাও বলেন, “সেন্টার ইন চার্জ গোপা রায়ের কাছে জানতে চাওয়া হবে, রাজ্যের অন্য কোথাও এমন ঘটনা না ঘটলেও তাঁর কেন্দ্রে বহিরাগতেরা ঢুকে পড়লেন কী করে? কেনই বা সংসদ কর্তৃপক্ষকে জানানোর আগে সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন তিনি?” এই ঘটনার জেরে গোপাদেবীকে শো-কজ করা হতে পারে বলেও জানান সংসদ সভাপতি।

শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, আরাবুলের সঙ্গে তাঁর কথা হয়েছে। আরাবুল জানিয়েছেন, অভিযোগ ঠিক নয়। তবে নির্দিষ্ট অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। শনিবার ব্রাত্যবাবু বলেন, “আমি সংসদকে অনুসন্ধান কমিটি গড়ার কথা বলি। সংসদ তা তৈরি করছে।”

এ দিন সল্টলেকে সংসদের সদর দফতর থেকে বেরিয়ে গোপাদেবী বলেন, “আমি সেন্টার ইন চার্জ ঠিকই, কিন্তু দারোয়ান তো নই! কে ঢুকছেন, কে বেরোচ্ছেন, তা দেখার কাজ আমার নয়।” সেই সঙ্গেই তিনি জানান, পরীক্ষা হয়ে গেলে সংসদে খাতা জমা দিতে এসে ঘটনাটির কথা জানাবেন বলেই আগেভাগে সংসদ-কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেননি। তবে তিনি তড়িঘড়ি সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে সংসদের তোলা অভিযোগ মানতে চাননি গোপাদেবী।

ভাঙড় কলেজের এক শিক্ষিকাকে জগ ছুড়ে মারার পরে শুক্রবারের ওই ঘটনার সূত্র ধরে ফের বিতর্কে জড়িয়েছেন আরাবুল। অভিযোগ, পরীক্ষা শুরুর কিছু পরে আরাবুল অন্য এক তৃণমূল নেতা মনিরুল ইসলামকে নিয়ে নারায়ণপুর হাইস্কুলে ঢোকেন। পরীক্ষার্থীদের ঘরে ঢুকে তিনি নির্ভয়ে পরীক্ষা দিতে বলেন এবং কোনও প্রশ্নের উত্তর না পারলে শিক্ষক-শিক্ষিকাকে জিজ্ঞাসা করার পরামর্শ দেন। শিক্ষক-শিক্ষিকারা সব উত্তর বলে দেবেন বলে অভয়ও দেন তিনি। শিক্ষক-শিক্ষিকারা এর প্রতিবাদ জানালেও আরাবুল পাত্তা দেননি। সেই সময় এক পরীক্ষার্থীকে ঘর থেকে বেরিয়ে আরাবুলের সঙ্গে কথা বলতে দেখে কারণ জিজ্ঞাসা করেন সেন্টার ইন চার্জ গোপা রায়। তখন আরাবুল তাঁকে গালি দেন বলে অভিযোগ।

arabul islam narayanpur high school centre-in-charge gopa roy high secondary council mohua das bhangar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy