Advertisement
E-Paper

হাওড়ায় ৪৩ কোম্পানি আধাসেনা, হুগলিতে জলে-স্থলে পুলিশি প্রহরা

রাজ্যে তৃতীয় দফার ভোটে আজ, বুধবার কড়া নিরাপত্তার মধ্যে ভোটের লাইনে দাঁড়াবেন হাওড়া এবং হুগলির মোট পাঁচ কেন্দ্রের ভোটাররা। হুগলিতে জলে-স্থলে সর্বত্র পুলিশি প্রহরা থাকছে। থাকছে ‘হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড’ (এইচআরএফএস)।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৪ ০১:৩২
শেষ মুহূর্তের প্রস্তুতি। উলুবেড়িয়ায় সুব্রত জানার তোলা ছবি।

শেষ মুহূর্তের প্রস্তুতি। উলুবেড়িয়ায় সুব্রত জানার তোলা ছবি।

রাজ্যে তৃতীয় দফার ভোটে আজ, বুধবার কড়া নিরাপত্তার মধ্যে ভোটের লাইনে দাঁড়াবেন হাওড়া এবং হুগলির মোট পাঁচ কেন্দ্রের ভোটাররা।

হুগলিতে জলে-স্থলে সর্বত্র পুলিশি প্রহরা থাকছে। থাকছে ‘হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড’ (এইচআরএফএস)। জেলার প্রতিটি থানা এলাকায় একটি করে ‘কুইক রেসপন্স টিম’। অন্য জেলা থেকে এসে যাতে হুগলিতে কোনও রাজনৈতিক দলের কর্মী-সমর্থক বা দুষ্কৃতীরা হামলা চালাতে না পারে, সে জন্য তল্লাশি চলবে জেলা জুড়ে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার সীমানাগুলি ‘সিল’ করে দেওয়া হয়েছে। জেলাশাসক মনমীত নন্দা এবং পুলিশ সুপার সুনীল চৌধুরী জানিয়েছেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রশাসন সব রকম ব্যবস্থা নিয়েছে। মানুষ উত্‌সবের মেজাজে ভোট দিতে পারবেন।

গত পঞ্চায়েত নির্বাচনের আগেই থেকেই জেলার নানা প্রান্তে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে আসছে বিরোধীরা। বিশেষ করে আরামবাগ মহকুমায় যে কায়দায় বাম আমলে বিরোধীরা সিপিএমের বিরুদ্ধে সন্ত্রাসের আওয়াজ তুলত, রাজ্যে পালাবদলের পর সেই অভিযোগের অভিমুখ ঘুরে গিয়েছে। তা ছাড়া, জাঙ্গিপাড়া, ধনেখালি, পাণ্ডুয়া এবং বলাগড়েও তৃণমূলের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে সন্ত্রাসের অভিযোগ তুলে আসছে বিরোধীরা।

রাজ্যে মূল রাজনৈতিক দলগুলির মধ্যে এত দিন বিজেপি সেই অর্থে প্রাসঙ্গিক ছিল না। কিন্তু এ বার প্রবল ‘মোদী হাওয়া’ এবং হুগলির তিনটি কেন্দ্রেই বিজেপি প্রার্থী দাঁড়ানোয় ভোটের চর্তুমুখী লড়াইয়ে রংটাই আমূল বদলে দিয়েছে।

প্রশাসন সূত্রের খবর, হুগলিতে এ বার মোট বুথের সংখ্যা ৫১৫০। তার মধ্যে প্রায় দেড় হাজার বুথকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই সব বুথ সামাল দিতে এ বার ৫৮ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হচ্ছে। জেলায় মোট পাঁচ হাজার ৮০০ আধাসেনা থাকছেন। জেলার ২৩টি থানা এলাকায় সমসংখ্যক ‘কুইক রেসপন্স টিম’ থাকছে। সারা জেলায় মোট ৬৯টি ‘নাকা’ তৈরি করা হচ্ছে। মূলত জেলার সীমানা লাগোয়া এলাকাগুলিতে ‘নাকা’ সক্রিয় থাকছে। জলপথে উত্তর ২৪ পরগনায় গঙ্গার উপর যে ফেরিঘাট রয়েছে প্রতিটি ঘাটে নজরদারির পাশাপাশি পুলিশি ক্যাম্প রাখা হচ্ছে। তিনটি লোকসভার ভিন্ন ভিন্ন জায়গায় আরসি (রিসিভিং) এবং ডিসি (ডিস্ট্রিবিউটিং) অফিস করা হয়েছে। শ্রীরামপুর কলেজ, আরামবাগ গার্লস কলেজ এবং চুঁচুড়ার নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস ওই কাজে ব্যবহার করা হবে।

মঙ্গলবার চূড়ান্ত ব্যস্ততা দেখা গিয়েছে হাওড়া জেলার ভোটকর্মীদের মধ্যে। এর মধ্যে হাওড়া সদরে রয়েছেন ৯,৩৪৯ জন এবং উলুবেড়িয়া কেন্দ্রের জন্য রয়েছেন ১২,৮৪৪ জন। এ দিন সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভোটকর্মীরা হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হওয়া ভোট প্রক্রিয়া পরিচালনা করার অস্থায়ী অফিসে এসে পৌঁছতে শুরু করেন। সন্ধ্যার মধ্যে অধিকাংশ ভোটকর্মী ইভিএম নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছে যান।

জেলা প্রশাসন এবং হাওড়া পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, হাওড়া কেন্দ্রে গত লোকসভা উপ-নির্বাচনের মতো দু’টি ক্যামেরা লাগানো মোবাইল গাড়ি থাকবে। যা বিভিন্ন ভোটকেন্দ্রে সামনে দাঁড়িয়ে ছবি তুলে সরাসরি নির্বাচন কমিশনারের অফিসে কাছে পাঠিয়ে দেবে। গোটা ভোট প্রক্রিয়া যাতে সুষ্ঠু ও অবাধ হয়, সে জন্য থাকছে ৪৩ কোম্পানি আধা সামরিক বাহিনী। থাকছে সশস্ত্র রাজ্য পুলিশও। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের জন্যও এ দিন মহকুমা প্রশাসনের ব্যস্ততা ছিল তুঙ্গে। উলুবেড়িয়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে এ বারে করা হয়েছে ডেলিভারি অ্যান্ড রিসিভিং সেন্টার (ডিসিআরসি)। বিকেলে এখান থেকেই ভোটকর্মীরা ইভিএম যন্ত্র নিয়ে ১৭৮৮টি বুথের উদ্দেশ্যে রওনা দিলেন ভোটকর্মীরা। তাঁদের ভোটগ্রহণকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য মুম্বই রোড জুড়ে রাখা হয়েছিল কয়েকশো বাস ও ছোট গাড়ি। রাতে ভোটকর্মীরা ভোটগ্রহণকেন্দ্রেই থাকবেন। ভোট গ্রহণ শেষ হয়ে গেলে ফের ইভিএম যন্ত্রগুলি নিয়ে তাঁরা ফিরে আসবেন বেসরকারি এই কলেজেই। এ দিন ডুমরজলা কেন্দ্রে ভোটপ্রক্রিয়া দেখতে হাজির হয় নেপাল থেকে আসা ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল। জেলাশাসক জানান, দলটিকে নেতৃত্ব দিচ্ছেন ইলা শর্মা নামে নেপালের এক নির্বাচন কমিশনার। ভোটের দিন সারা জেলায় ভোট দেখার পাশাপাশি যোগেশচন্দ্র গার্লস স্কুলে মহিলা পরিচালিত ভোটকেন্দ্র দেখতে যাবেন। দেখবেন ওয়েব কাস্টিং ও ‘অ্যানড্রয়েড মোবাইল লাইভ ট্র্যাকিং’ ব্যবস্থা।

election deployment howrah-hoogly para-military force
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy