Advertisement
১৭ মে ২০২৪

শাহের সভায় ড্রোন নজরদারি

বেকারদের কর্মসংস্থানের দাবিতে আগামী শনিবার মেয়ো রোডে যুব মোর্চার সভায় বক্তৃতা করার কথা শাহ এবং ওই সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী পুনম মহাজনের।

অমিত শাহ।

অমিত শাহ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৮ ০৪:১৮
Share: Save:

দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের মেয়ো রোডের সভায় ড্রোন নজরদারির ব্যবস্থা রাখছে বিজেপি-র যুব মোর্চা। বেকারদের কর্মসংস্থানের দাবিতে আগামী শনিবার মেয়ো রোডে যুব মোর্চার সভায় বক্তৃতা করার কথা শাহ এবং ওই সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী পুনম মহাজনের। গত ১৬ জুলাই মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় শ্রোতাদের মাথায় ছাউনি ভেঙে পড়ার পর এ বার বাড়তি সতর্ক বিজেপি নেতৃত্ব। তাই তাঁরা দু’টি সিদ্ধান্ত নিয়েছেন। এক, ভিড়ের চাপে শাহের সভায় যাতে কোনও বিশৃঙ্খলা বা বিপদ না হয়, তার জন্য বেসরকারি ভাবে ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি করা হবে। দুই, যে ডেকরেটর সংস্থা মোদীর সভায় মঞ্চ এবং ছাউনি গড়েছিল, তাদের দিয়ে শাহের সভার মঞ্চ করানো হবে না। এক বার ছাউনি ভাঙা থেকে শিক্ষা নিয়ে শাহের সভায় আর কোনও ছাউনি অবশ্য গড়া হচ্ছে না।

বিজেপি-র যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার মঙ্গলবার জানান, ড্রোন ক্যামেরার পাশাপাশি ৮টি অ্যাম্বুল্যান্স এবং ৪টি স্বাস্থ্য শিবিরও থাকবে শাহের সভাস্থলে। তিন লক্ষ কর্মী-সমর্থককে ওই সভায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কিন্তু ভিড়ের চাপে যাতে যানজট না হয়, সে বিষয়েও সতর্ক থাকছে দল। দেবজিতের কথায়, ‘‘আমাদের সভার জন্য বিপুল যানজট এবং তার জেরে সাধারণ মানুষ নাকাল হোক— এটা আমরা চাই না। আমরা বলছি, ক্ষমতায় এলে সুশাসন দেব। সুতরাং, আমাদের সভা থেকেও সুশাসনেরই ইঙ্গিত দিতে চাই।’’

সেই কারণেই যুব মোর্চার সিদ্ধান্ত, সভামঞ্চ এমন ভাবে করা হবে, যাতে শহরের মধ্যে না ঢুকে ভিড় ক্রমশ গঙ্গার দিকে ছড়িয়ে পড়ে। দূরের শ্রোতাদের শাহের বক্তৃতা শোনানোর জন্য ১৮টি এলসিডি স্ক্রিন রাখা হবে। ৫০০ জন স্বেচ্ছাসেবক থাকবেন। তাঁদের মধ্যে ৫০ জনকে ওয়াকিটকি দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah Drone অমিত শাহ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE