Advertisement
০৯ মে ২০২৪

বাংলার লোকশিল্পীদের সৃষ্টি নিয়ে প্রদর্শনী

প্রতি বছরের মতো এ বছরও নববর্ষের দিন এক বিশেষ প্রদর্শনী হবে জোকার গুরুসদয় মিউজিয়াম হলে। ১৪ এপ্রিল ‘বাংলার দিগ্‌-দিগন্ত’ শীর্ষক ওই প্রদর্শনীর থাকবে রাজ্যের লোকশিল্পীদের সৃষ্টি। উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট শিল্পীরা। জোকার ব্রতচারীগ্রামের মিউজিয়ামে বিকেল ৪টেয় এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিধো-কানহু-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপকরঞ্জন মণ্ডল।

প্রদর্শনীর একটি ছবি।

প্রদর্শনীর একটি ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ১৯:০৬
Share: Save:

প্রতি বছরের মতো এ বছরও নববর্ষের দিন এক বিশেষ প্রদর্শনী হবে জোকার গুরুসদয় মিউজিয়াম হলে। ১৪ এপ্রিল ‘বাংলার দিগ্‌-দিগন্ত’ শীর্ষক ওই প্রদর্শনীর থাকবে রাজ্যের লোকশিল্পীদের সৃষ্টি। উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট শিল্পীরা। জোকার ব্রতচারীগ্রামের মিউজিয়ামে বিকেল ৪টেয় এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিধো-কানহু-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপকরঞ্জন মণ্ডল। ওই দিন ‘বাংলা নববর্ষের তাৎপর্য’ শীর্ষক একটি আলোচনার আয়োজন করা হয়েছে। তাতে বক্তব্য রাখবেন বিশিষ্ট লেখক স্বপন মুখোপাধ্যায়, দিলীপ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য গুণী ব্যক্তিরা। পাশাপাশি থাকবে ‘বৈশাখী আড্ডা’-সহ গানের অনুষ্ঠান।

মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতি দিন বিকাল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী। চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। আগামী ১৬ এপ্রিল থেকে এখানে শুরু হবে পুতুল নাচ কর্মশালা। গুরুসদয় মিউজিয়াম ও ঠাকুরপুকুর কালচারাল ফোরামের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বঙ্গ সংস্কৃতির ঐতিহ্যের ধারা বজায় রাখতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bengal's folk artists exhibition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE