Advertisement
E-Paper

কাউন্সিলর হলেন ফিরহাদ, জামানত গেল বিরোধীদের

শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের পরে কলকাতা পুরসভার আইন বদল করে ফিরহাদকে মেয়র করেছিল তৃণমূল। তৃণমূল প্রার্থী হিসাবে মেয়র পেয়েছেন ১৬ হাজার ৫৬৪ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে বিজেপির জীবনকুমার মন্ডল পেয়েছে ২ হাজার ৫৭৭ ভোট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ০২:৩৪
৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম।—ফাইল চিত্র।

৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম।—ফাইল চিত্র।

কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে রেকর্ড ব্যবধানে জিতল তৃণমূল। কাগজেকলমে দ্বিতীয়স্থানে বিজেপি। তবে সব বিরোধী দলেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। মেয়র তথা তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম প্রায় ১৪ হাজারের ব্যবধানে জিতেছেন। সংশোধিত পুর আইনের ভিত্তিতে আগেই মেয়র মনোনীত হয়েছিল তিনি। এবার কাউন্সিলর হিসাবে নির্বাচিত হলেন। বুধবার ফল প্রকাশের পর রেকর্ড ব্যবধান প্রসঙ্গে মেয়র বলেন, ‘‘রাজ্যে বিরোধীদের ভোট থাকবে না। এমন সময় আসবে যখন তৃণমূল একশ শতাংশ ভোট পাবে।’’

শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের পরে কলকাতা পুরসভার আইন বদল করে ফিরহাদকে মেয়র করেছিল তৃণমূল। তৃণমূল প্রার্থী হিসাবে মেয়র পেয়েছেন ১৬ হাজার ৫৬৪ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে বিজেপির জীবনকুমার মন্ডল পেয়েছে ২ হাজার ৫৭৭ ভোট। ২০১৫ সালের পুরনির্বাচনের থেকে তাদের ভোট কমেছে ২ হাজারেরও বেশি। বামফ্রন্ট প্রার্থী শিশির মন্ডল পেয়েছেন ১ হাজার ৭৩৬ ভোট। তাদেরও দেড় হাজারের মতো ভোট কমেছে। ৫৩৭ ভোট পেয়ে চতুর্থস্থানে রয়েছে কংগ্রেস।

নতুন আইনে মেয়র হলেও তাঁকে কাউন্সিলর হওয়ার জন্য উপনির্বাচনে জিতে আসতে হল। তবে সেই সংশোধিত আইন ও তার ভিত্তিতে মেয়র মনোনয়ন নিয়ে একযোগে আপত্তি তুলেছিল বিরোধীরা। তবে ফিরহাদের উপনির্বাচনে বিরোধীদের বক্তব্য উড়িয়ে দিয়েছে তৃণমূল। জামানত বাজেয়াপ্ত হওয়া প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘এখানে নির্বাচনের কোনও পরিবেশই ছিল না। তাছাড়া উপনির্বাচনের ফলে লোকসভা ভোটের সম্ভাবনা দেখা ঠিক হবে না।’’ ফিরহাদ বলেন, ‘‘মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে সমর্থন করেছেন।’’

By-election Firhad Hakim TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy