Advertisement
০৩ মে ২০২৪

রাজ্যে প্রথম পাখি উৎসব হবে বক্সায়

বক্সা-জয়ন্তীর কোন এলাকায় এখনও দলে দলে বাসা বাঁধে ধনেশ? জয়ন্তী নদীর ধার ঘেঁসে থাকা বনাঞ্চলের কোথায় আস্তানা নীলপরি, পেঁচাদের? কেনই বা কমছে রাজাভাতখাওয়া লাগোয়া এলাকায় শকুনের সংখ্যা? কোথায় কেন কমছে পরিযায়ীর সংখ্যা?

এমনই নানা পাখির দেখা মিলবে বক্সার উৎসবে।—নিজস্ব চিত্র

এমনই নানা পাখির দেখা মিলবে বক্সার উৎসবে।—নিজস্ব চিত্র

কিশোর সাহা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৭ ০২:১৮
Share: Save:

বক্সা-জয়ন্তীর কোন এলাকায় এখনও দলে দলে বাসা বাঁধে ধনেশ? জয়ন্তী নদীর ধার ঘেঁসে থাকা বনাঞ্চলের কোথায় আস্তানা নীলপরি, পেঁচাদের? কেনই বা কমছে রাজাভাতখাওয়া লাগোয়া এলাকায় শকুনের সংখ্যা? কোথায় কেন কমছে পরিযায়ীর সংখ্যা? এমন নানা প্রশ্নের উত্তর পেতে হাতে-কলমে গবেষণার ইচ্ছে থাকলেও সরকারি অনুমতি পেতে বিস্তর কাঠখড় পোড়াতে হয় আগ্রহীদের। এ বার তাঁদেরই পাখি-চর্চার সুযোগ করে দিতে আয়োজন করা হয়েছে রাজ্যেও প্রথম ‘বার্ড ফেস্টিভ্যাল’ এর। আগামী ৬ জানুয়ারি থেকে টানা দিন দিন ডুয়ার্সের বক্সার পাহাড়-নদী-অরণ্যে হবে পাখি উৎসব।

বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা উজ্জ্বল ঘোষ বলেন, ‘‘এখানে প্রায় ৩০০ প্রজাতির পাখি রয়েছে। তা নিয়ে চর্চার আদর্শ সময় হল শীতকাল। এতে স্থানীয় ও পরিযায়ী পাখি নিয়ে নতুন তথ্য-পরিসংখ্যানও মিলতে পারে। ’’

বন দফতর সূত্রের খবর, ১৮ বছরের ঊর্ধ্বে আগ্রহীরা ওই উৎসবে অংশ নেওয়ার জন্য বক্সার ফিল্ড ডিরেক্টরের কাছে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথমবার ৫০ জনকে ওই পাখি-চর্চার সুযোগ দেবেন উৎসব কর্তৃপক্ষ। যাঁদের তিন দিন-তিন রাত থাকা-খাওয়ার জন্য মাথা পিছু ১৫০০ টাকা করে দিতে হবে। ইতিমধ্যেই ৩০ জনের বেশি আগ্রহী নাম নথিভুক্ত করিয়েছেন। আজ, মঙ্গলবারের পরে আর আবেদন গ্রহণ করা হবে না বলে বন দফতর জানিয়েছে। বন আধিকারিকরা জানান, তিন দিন ধরে জয়ন্তী, রাজাভাতখাওয়া, লেপচাখা, বক্সার দুর্গ, বাজখোলা সহ একাধিক বনবস্তি এলাকায় সরেজমিনে গিয়ে পাখি দেখে তথ্য সংগ্রহ করবেন অংশগ্রহণকারীরা। দেশ ও রাজ্যের কয়েকজন প্রথম সারির পাখি বিশেষজ্ঞও সেখানে যাবেন।

হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ) এর কো-অর্ডিনেটর অনিমেষ বসু অতীতে পাখি গণনার কাজে অংশ নিয়েছেন। বন দফতরের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনিও বক্সায় যাচ্ছেন। অনিমেশবাবু বলেন, ‘‘ডুয়ার্সে পাখিদের হাল-হকিকত-বিপন্নতা বুঝতে এমন একটা উদ্যোগ জরুরি ছিল। নতুন কিছু তথ্যও উৎসব থেকে মিলতে পারে। আশা করব, আগামীতে রাজ্য জুড়ে পাখি উৎসব হবে। তাতে গ্রাম-শহরে পাখি সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়বে।’’

শীতের মরসুমে পাখি উৎসবের আয়োজন ঘিরে উৎসাহ পর্যটন মহলেও। ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি সম্রাট সান্যাল জানান, উত্তরপ্রদেশে আন্তর্জাতিক পাখি উৎসবের টানে দেশ-বিদেশের পর্যটকদের ভিড় উপচে পড়ে। কয়েক মাস আগে উৎসবের সূচি ঘোষণা হলে এখানেও পাখি উৎসবের টানে দেশ-বিদেশের আরও বেশি সংখ্যক পর্যটক আসবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bird festival
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE