Advertisement
০২ মে ২০২৪
Religious Harmony

একই মন্দিরে পিরবাবার পাশেই পুজো পান ভদ্রকালী, পুরুলিয়ার গ্রামে বাংলার এক নিজস্ব মিলনের সুর

পিরের স্বপ্নাদেশ পেয়ে একটু অস্বস্তিতে পড়েন সন্ন্যাসী। পরবর্তী কালে মানুষের কল্যাণের কথা ভেবে একই মন্দিরে ভদ্রকালীর সঙ্গে পিরবাবার পুজোপাঠ শুরু করেন। সেই থেকে আজও চলে আসছে ধারাটি।

ভদ্রকালী আর পির একই মন্দিরে পাশাপাশি পূজিত।

ভদ্রকালী আর পির একই মন্দিরে পাশাপাশি পূজিত। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৯:৩৭
Share: Save:

দুই সম্প্রদায়ের আশ্চর্য মেলবন্ধন। একই মন্দিরে পিরবাবার সঙ্গে পূজিতা মা কালীও। গত পাঁচশো বছর ধরে চলছে এমনই আরাধনা। পুরুলিয়ার বেলমা অঞ্চলের হিড়বহাল গ্রামে এই সম্প্রীতির নিদর্শন দেখা যায় বরাবর।

কথিত, আনুমানিক প্রায় পাঁচশো বছর আগে এক সন্ন্যাসীর স্বপ্নে আসেন ভদ্রকালী। নির্দেশ দেন, তাঁর একটি মন্দির প্রতিষ্ঠা করে পুজোপাঠ করলে ওই সন্ন্যাসী সিদ্ধিলাভ করবেন। ভদ্রকালীর স্বপ্নাদেশ মেনে ওই সন্ন্যাসী এই হিড়বহাল গ্রামের অদূরে একটি মন্দির তৈরি করে মায়ের পুজো শুরু করেন। ওই সময় পিরবাবাও সন্ন্যাসীকে স্বপ্নে নির্দেশ দেন, একই সঙ্গে মন্দিরে তাঁরও পুজো করতে হবে। তা হলে মহামারী-সহ অনেক রোগ থেকে মুক্তি পাবেন ওই গ্রামের মানুষ।

পিরের স্বপ্নাদেশ পেয়ে একটু অস্বস্তিতে পড়েন সন্ন্যাসী। পরবর্তী কালে মানুষের কল্যাণের কথা ভেবে একই মন্দিরে ভদ্রকালীর সঙ্গে পিরবাবার পুজোপাঠ শুরু করেন। সেই থেকে আজও চলে আসছে ধারাটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kali Puja Religious Harmony purulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE